Saturday, December 14, 2024
Homeখবরঅকাল বর্ষণের ফলে চিন্তার হাত মাথায় মৃৎশিল্পী ও কৃষকরা

- Advertisment -

অকাল বর্ষণের ফলে চিন্তার হাত মাথায় মৃৎশিল্পী ও কৃষকরা

দেবাশীষ পাল, মালদা :- সরস্বতী পুজোর আগে অকাল বর্ষণের জেরে ক্ষতির মুখে পড়লেন প্রতিমা বিক্রেতা থেকে সাধারণ মানুষ ও চাষিরা । রাতভর একটানা বৃষ্টির জেরে মালদা শহরের সহ বিভিন্ন এলাকায় জমলো জল ।  তার সাথে কনকনে ঠান্ডা আর বৃষ্টির ফলে সবথেকে বেশি সমস্যায় পড়েছেন সরস্বতী প্রতিমা বিক্রেতারা । পলিথিনের গেড়োয় ঢাকা থাকা সরস্বতী প্রতিমার অধিকাংশই বৃষ্টির জলে গলে গিয়েছে জানিয়েছেন বিক্রেতাদের অনেকেই । যারফলে লোকসানের মুখে পড়ে কেউ কেউ কান্নায় ভেঙে পড়েছেন । অন্যদিকে সরষে থেকে শুরু করে বিভিন্ন ধরনের সবজি ও ধান চাষে ব্যাপক ক্ষতি হয়েছে । সব মিলিয়ে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হওয়া এক টানা বৃষ্টির জেরে মালদার অবস্থা মৃৎশিল্পী থেকে সাধারণ কৃষকদের খুব খারাপ ।

অকাল বর্ষণের ফলে চিন্তার হাত মাথায় মৃৎশিল্পী ও কৃষকরা

MORE NEWS -স্বামী-স্ত্রীর ঝগড়ায় চললো গুলি, নিহত এক কলেজ ছাত্রী

দিন দুপুরে দুঃসাহসিকস্বামী-স্ত্রীর ঝগড়ায় চললো গুলি, নিহত এক কলেজ ছাত্রী গুলি চললো। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি শহরের 3 নম্বর ওয়ার্ডে ইন্দিরা নগর এলাকায়। আজ দুপুর 1 টা নাগাদ হঠাৎ একটা বিকট আওয়াজ ওঠে। ঘটনাস্থলে ছুটে গেলে, দেখা যায় 19 বছরের মেয়ের নিথর দেহ পড়ে আছে। মেয়েটার নাম নিকিতা খাতুন ,বাবার নাম রাজু শেখ । নিকিতার মা জানান ,নিকিতা ফার্স্ট ইয়ারের ছাত্রী ,অভিযুক্ত ব্যক্তির নাম মহিউদ্দিন জামান (বিরু) তার বাড়ি মুর্শিদাবাদ মহিসার এলাকায় এবং তাদের পাশের বাড়িতে ভাড়াটিয়া থাকেন বিরূপ ও তার স্ত্রী এবং তাঁর একটি ছোট্ট শিশু আছেন, তার সঙ্গে তার মেয়ে নিকিতা খেলাধুলা করে ।

আজ দুপুরে হঠাৎ একটি আওয়াজ হয় তারপর দেখে নিকিতা পড়ে আছে। খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসে এবং দুষ্কৃতী বিরু সেখ পালাতক । নিকিতাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ।CONTINUE READING

MORE NEWS -স্কুল পরিষ্কার করার হিড়িক, ব্যস্ত শিক্ষাকর্মীরা

চলতি মাসের আগামীকাল, ৪ ই ফেব্রুয়ারি থেকে খুলে যাচ্ছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় । দীর্ঘ দুই বছর করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান গুলি বন্ধ হয়েছিল। এতে স্কুলের ভিতরে আবর্জনা ও ধুলো জমা জমা হয়েছিল। আজকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিষ্কার করা ও স্যানিটাইজার স্প্রে করার চিত্র দেখা গেল।CONTINUE NEWS

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments