নিজস্ব সংবাদদাতা, মল্লারপুর-বীরভূম:-
অবৈধভাবে জেলা পরিষদের টোলে টাকা আদায়ের প্রতিবাদে পথ অবরোধ করল বিজেপি। ঘটনাটি ঘটেছে বীরভূমে মল্লারপুর থানার গোয়ালা গ্রামে। দীর্ঘদিন ধরে জেলা পরিষদে নামে অবৈধভাবে গাড়ি থেকে তোলা আদায় করছে বলে অভিযোগ বিজেপির বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়ে কোন সূরা মেলেনি। অবৈধভাবে তোলা আদায়ের প্রতিবাদে বীরভূমের মল্লারপুর থানার গোয়ালা গ্রামে পথ অবরোধ করে ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীরা, তাদের দাবি অবৈধভাবে এ তোলা আদায় বন্ধ করতে হবে এর আগেও তারা প্রশাসনের বিভিন্ন স্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন তারপরেও সমস্যার সমাধান হয়নি। আবারও তারই প্রতিবাদ করে তারা পথ অবরোধ করে পরে ঘটনাস্থলে পৌঁছায় মল্লারপুর থানার পুলিশ মল্লারপুর থানার পুলিশের আশ্বাস পথ অবরোধ তুলে নাই ভারতীয় জনতা পার্টির কর্মীরা বেআইনি ভাবে তোলা আদায় বন্ধ না হলে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।