সৌগত মন্ডল – তারাপীঠ-বীরভূম :- আগামী 6 সেপ্টেম্বর কৌশিক অমাবস্যা এইদিন তারাপীঠে বিশেষ পুজোর আয়োজন করা হয় l কিন্তু বিগত বছরের মতো এ বছরও অতিমারি পরিস্থিতিতে বন্ধ রাখা হলো l তারাপীঠের দরজা পুরাণে কথিত আছে অসুরের অত্যাচার থেকে উদ্ধারের জন্য স্বর্গের দেবতারা মহামায়া তপস্যা শুরু করেন, আরাধনায় সন্তুষ্টহয়ে’ দেবী মহামায়া মানস সরোবরের জলে স্নান করে কালো রং ত্যাগ করে কৌশিকী রূপ ধারণ করেন সেই রূপে দেবী শুম্ভ নিশুম্ভ নামে দুই অসুর কে বধ করে দেবতাদের রক্ষা করে , এই তিথিতে সেই দিন থেকে পাপের বিনাশ করার জন্য তারাপীঠ সহ বিভিন্ন তীর্থস্থানে মা তারা কে কৌশিকী রূপে পূজা করা হয় l
এই তিথি তন্ত্রসাধনার এক বিশ্বের সেরা কথিত আছে আমাবস্যার এই বিশেষ তিথিতে সাধক বামাখাপা মহাশ্মশানে শিমুল গাছের তলায় মা তারার আরাধনা করে সিদ্ধিলাভ করে l প্রত্যেক বছর দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে লক্ষাধিক মানুষ মা তারার মন্দির আছেন এই বিশেষ দিন পুজো দিতে এছাড়া শ্মশানে ভিড় করেন l সাধু থেকে তান্ত্রিকরা সারারাত চলে হোম যজ্ঞ , তবে করোনা বিধি মেনে আজ থেকে 8 সেপ্টেম্বর অব্দি বন্ধ থাকবে তারাপীঠের মা তারার মন্দির l তবে নিয়ম মেনে হবে নিত্য পূজা , নিষিদ্ধ এবং ভোগে ব্যবস্থা শুধুমাত্র দর্শনার্থীদের জন্য , এবং সাধারন মানুষের জন্য প্রবেশ বন্ধ থাকছে করোনার কথা মাথায় রেখে মন্দির কমিটি এবং প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে l
আজ ৩ থেকে ৮ সেপ্টেম্বর অব্দি সর্বসাধারণের জন্য তারাপীঠ মন্দির বন্ধ থাকিবে
MORE NEWS – কৌশিকী অমাবস্যায় জৌলুসহীন ও ভক্ত শূন্য তারাপীঠমন্দির
6 সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা , আজকের দিনে তারাপীঠে বিশেষ পুজোর আয়োজন করা হয় ।পুরাণে কথিত আছে , অসুরের অত্যাচার থেকে উদ্ধারের জন্য স্বর্গের দেবতারা মহামায়া তপস্যা শুরু করেন আরাধনায় সন্তুষ্ট হয়ে ‘ দেবী মহামায়া মানস সরোবরের জলে স্নান করে কালো রং ত্যাগ করে কৌশিকী রূপ ধারণ করেন সেই রূপে দেবী শুম্ভ ও নিশুম্ভ নামে দুই অসুর কে বধ করে , দেবতাদের রক্ষা করে । এই তিথিতে সেই দিন থেকে পাপের বিনাশ করার জন্য তারাপীঠ সহ বিভিন্ন তীর্থস্থানে মা তারা কে কৌশিকী রূপে পূজা করা হয় । আজকের এই তিথিতে তন্ত্রসাধনার এক বিশ্বের সেরা দিন হিসেবে ধরা হয়। কথিত আছে , আমাবস্যার এই বিশেষ তিথিতে সাধক বামাখ্যাপা তারাপীঠ মহাশ্মশানে শিমুল গাছের তলায় মা তারার আরাধনা করে , সিদ্ধিলাভ করে ।CONTINUE READING