দেবাশীষ পাল- মালদাঃ- বাইক দুর্ঘটনায় আহত দুই যুবকের কাছ থেকে উদ্ধার হল গুলিভর্তি পাইপগান। মালদহের চাঁচলের খেমপুরের কালীগঞ্জ এলাকায় রবিবার সন্ধ্যের ঘটনা। পুলিশ জানায়,এদিন দ্রুত গতিতে বাইক নিয়ে যাওয়ার সময় তা উল্টে যায়। বাসিন্দারা তাদের উদ্ধার করার সময় বাইকে রাখা ব্যাগে পাইপগান দেখতে পান। খবর পেয়ে এলাকায় পৌঁছায় পুলিশ।তাদের দুই জনকে আটক করা হয়। ধৃতরা হল মনসুর রহমান ও তফিজুল শেখ। তাদের বাড়ি হরিশ্চন্দ্র পুর এলাকায়। বাসিন্দাদের একাংশের দাবি, ধৃত দুই যুবক এক মহিলাকে উত্তক্ত করার সময় বাসিন্দারা তাদের তাড়া করেন। পালানোর সময় বাইক দুর্ঘটনায় পড়ে তারা। পুলিশ সুত্রে জানা গিয়েছে, সব কিছুই খতিয়ে দেখা হছে। সোমবার ধৃতদের সাত দিনের রিমান্ডের আবেদন চেয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়।
আহত দুই যুবকের কাছ থেকে উদ্ধার গুলিভর্তি পাইপগান
MORE NEWS -রাজস্ব আদায়ে দ্বিগুণ, বিক্ষোভ ট্রাক মালিকদের
পাথরবোঝাই গাড়ির উপর রাজস্ব আদায় দ্বিগুণ হয়ে যাওয়ার প্রতিবাদে, বীরভূমের রাজ গ্রামের রাস্তায় নেমে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল ট্রাক মালিকদের। ঘটনাটি ঘটেছে গতকাল, মঙ্গলবার সকাল দশটা থেকে পাথর বোঝাই লরি দাঁড় করিয়ে বিক্ষোভ দেখান, রাজগ্রাম মোহন পুর রাস্তার উপর হাজী বাগানের কাছে। ট্রাক মালিকদের দাবি, লকডাউনে আমাদের ব্যবসা ঠিকঠাক চলছে না। তার উপর রাজস্ব আদায় দ্বিগুণ। যেখানে ১০০ সেফটি পাথর উপর, ৪০০ টাকা করে দিতে হোত রাজস্ব আদায়। যেখানে আজ থেকে ১০০ সেফটি উপর ৮০০ টাকা করে গুনতে হচ্ছে। ট্রাক মালিকদের দাবি, তবে আমরা দিতে রাজি আছি এটা অনলাইনের মাধ্যমে করা হোক। তাদের আরও দাবি, CONTINUE READING
MORE NEWS -বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক সহবাস ,অভিযোগের তীর ১ সিভিক ভলেন্টিয়ার এর দিকে
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক কলেজ ছাত্রীকে দিনের পর দিন সহবাস করার অভিযোগ উঠলো সিভিক ভলেন্টিয়ার প্রেমিকের বিরুদ্ধে। এই ঘটনার ব্যাপারে বেশ কিছু দিন আগে ইংরেজ বাজার মহিলা থানায় ওই যুবতী লিখিত অভিযোগ দায়ের করলে ও পুলিশ কোন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। অবশেষে শুক্রবার সিভিক ভলেন্টিয়ার প্রেমিকের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত নালিশ জানিয়েছেন ওই যুবতী। আগামী তে পুলিশ কোন প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এ ব্যাপারে মানবাধিকার কমিশন এবং আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন অভিযোগকারী ওই ছাত্রী। CONTINUE READING