সৌগত মন্ডল
দুবরাজপুর-বীরভূম
বীরভূম জেলার দুবরাজপুর বারবার কয়লা মাফিয়া দৌরাত্ম্য এবং অবৈধ কয়লা কারবারের জন্য বারবার সংবাদমাধ্যমের শিরোনামে আসে। ঠিক এদিন ,বীরভূম জেলার দুবরাজপুরে দিবালোকে পুলিশের চোখে ধুলো দিয়ে রমরমিয়ে চলছে অবৈধ কয়লা পাচার । এক কথায় বলা যায় সম্প্রতি একটি হিন্দি সিনেমা পুষ্পা, যে যেভাবে চন্দন কাঠ পাচার হতো, সেই অবিকল নকল করে ফিল্মি কায়দায় কিন্তু কয়লা পাচার চলছে দুবরাজপুরে। এদিন দুবরাজপুর থানার আফরোজ হোসেনের নেতৃত্বে গোপন সূত্রে খবর পেয়ে, দুবরাজপুর 14 নম্বর জাতীয় সড়কে কাছে দরবেশ মোড়ে একটি পিকআপভ্যান কে আটক করেন ,তার পরেই তল্লাশি চালিয়ে দেখা যায় উপরে মিনারেল ওয়াটার ও নিচে কয়লা, প্রায় 5 টন কয়লা ছিল যার বাজার মূল্য 50 হাজার টাকা। এই কয়লা কোথা থেকে আসছে ,কোথায় যাবে পুরোটাই ছিল অজানা। গাড়িচালকসহ পিকআপ ভ্যানটিকে দুবরাজপুর থানায় আটক করা হয়।