সৌগত মন্ডল
সিউড়ি -বীরভূম:-
সিউড়ি ITI এ আয়োজিত হল “ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ প্রোমোশন স্কিম” এবং রোজকার সেবা পোর্টালে নথিভুক্তি করন বিষয়ক একদিনের কর্মশালা ।মূলত এই কর্মশালার উদ্দেশ্য ছিল,এক দিবসীয় কর্মশালা সিউড়ি ITI এ।
সিউড়ি ITI এ আয়োজিত হল “ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ প্রোমোশন স্কিম” এবং রোজকার সেবা পোর্টালে নথিভুক্তি করন বিষয়ক একদিনের কর্মশালা ।মূলত এই কর্মশালার উদ্দেশ্য ছিল, এই দুটি প্রকল্প সম্পর্কে শিক্ষানবিশদের বিশদে তথ্য দেওয়া এবং তারা কিভাবে এগিয়ে যাবেন সে পথ নির্দেশ করা। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলাশাসক বিশ্বজিৎ মোদক এছাড়াও বিশিষ্ট অতিথিবৃন্দ । প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় ।আয়জকদের তরফ থেকে জানা যায়, এদিন ৫০৬ টি ছোট বড় সংস্থা সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এর মধ্যে ১৪৪ টি সংস্থার প্রতিনিধিরা এসেছিল ,বিশেষ করে কৃষিক্ষেত্র ,নির্মাণ ক্ষেত্র, নার্সিংহোম ,হসপিটাল সহ ,চালকল ,তেল কল বিভিন্ন শাখার ব্যবসায়িকরা এদিন কর্মশালায় উপস্থিত ছিলেন।
বিউরো রিপোর্ট বীরভূমের কণ্ঠ এই দুটি প্রকল্প সম্পর্কে শিক্ষানবিশদের বিশদে তথ্য দেওয়া এবং তারা কিভাবে এগিয়ে যাবেন সে পথ নির্দেশ করা। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলাশাসক বিশ্বজিৎ মোদক এছাড়াও বিশিষ্ট অতিথিবৃন্দ । প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় ।আয়জকদের তরফ থেকে জানা যায়, এদিন ৫০৬ টি ছোট বড় সংস্থা সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এর মধ্যে ১৪৪ টি সংস্থার প্রতিনিধিরা এসেছিল ,বিশেষ করে কৃষিক্ষেত্র ,নির্মাণ ক্ষেত্র, নার্সিংহোম ,হসপিটাল সহ ,চালকল ,তেল কল বিভিন্ন শাখার ব্যবসায়িকরা এদিন কর্মশালায় উপস্থিত ছিলেন।