Saturday, December 14, 2024
Homeজেলাবীরভূমকনের সাজে মা সরস্বতী

- Advertisment -

কনের সাজে মা সরস্বতী

নিজস্ব সংবাদদাতা ,কোটাসুর -বীরভূম :-বীরভূমের শেষ সীমান্তে, মুর্শিদাবাদ লাগোয়া কোটাসুর গ্রাম। দীর্ঘ বছর ধরে কোটাসুর এর সোনালী সংঘ ক্লাব, সরস্বতী পূজায় জেলাবাসীকে বিভিন্ন ধরনের চমক দিয়েছেন। এবছরের তাদের চিন্তাভাবনা কনের সাজে মা সরস্বতী। সকাল থেকে শুরু হয় সাড়ম্বরে বাগদেবীর আরাধনা ।শুধু বীরভূম জেলাবাসী নয় পার্শ্ববর্তী ঝারখন্ড, মুর্শিদাবাদ জেলা থেকেও প্রচুর দর্শনার্থী ভিড় জমে এই পুজো প্রাঙ্গণে ।চলতি বছরের থিম ভাবনার কারন- দীর্ঘ লকডাউন এর ফলে বাঙালি বিবাহ মূলক যে সমস্ত সাবেক অনুষ্ঠান গুলি আছে তা ভুলতে বসেছে । সেই সাবেক ও চিরাচরিত ঐতিহ্যবাহী বিবাহ অনুষ্ঠান গুলির স্বাদ আস্বাদন করানোর জন্যই কোটাসুর সোনালী সংঘের এই প্রয়াস ।

মৈনাক মন্ডল( অঙ্কন শিক্ষক) ,দেবপম দাস (পলিটেকনিক থার্ড ইয়ার), সৌরভ কোনায় (বি.এ থার্ড ইয়ার), বিপদতারণ বাগদি ( লাইট মিস্ত্রি ), নেপাল লোহার ( কামার ),সুব্রত দাস( শিক্ষক- সাওরাইল জুনিঃ হাইস্কুল , সাগরদীঘি মুর্শিদাবাদ ), পিন্টু কোনায় (রাজমিস্ত্রি), যতীন ঘোষ,পাপন মণ্ডল (বি.য়ে ফাস্ট ইয়ার) ।

চলতি বছরের থিম ও পূজা পড়ি কল্পনার প্রধান দায়িত্বে( পূজা পরিচালনা )- সুকান্ত রায় ।থিম পড়িচালনার প্রধান দায়িত্বে-পরেশ ভান্ডারী (আসুর উদ্দিনপুর হায় মাদ্রাসা) ।এবছরের থিম এর ব্যবহার্য জিনিস-থার্মকল, মাটির হাড়ি, আয়না, অভ্র, রং , বাঁশ ।আকর্ষণীয় জিনিস কি কি থাকছে- গেটে ঢোকার মুখেই মাটির তৈরি প্রতিমা একজন সানাই ও একজন তবলা বাজাবে, মাইক বক্সে চলবে সানাই এর ছন্দ ।২৫ ফুট উচ্চতার টোপর ও দেবী সরস্বতী ড্রেসিং টেবিলের সামনে কোণে বেসে পূজিত হবেন । এছাড়াও থাকছে কফি স্টল ফুচকা স্টল । আলোকসজ্জা ।চলতি বছরের বাজেট মূল্য প্রায় এক লক্ষ টাকা ।গতবছরের থিম-বৈদিক আশ্রম ।

কনের সাজে মা সরস্বতী

MORE NEWS -স্বামী-স্ত্রীর ঝগড়ায় চললো গুলি, নিহত এক কলেজ ছাত্রী

দিন দুপুরে দুঃসাহসিক গুলি চললো। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি শহরের 3 নম্বর ওয়ার্ডে ইন্দিরা নগর এলাকায়। আজ দুপুর 1 টা নাগাদ হঠাৎ একটা বিকট আওয়াজ ওঠে। ঘটনাস্থলে ছুটে গেলে, দেখা যায় 19 বছরের মেয়ের নিথর দেহ পড়ে আছে। মেয়েটার নাম নিকিতা খাতুন ,বাবার নাম রাজু শেখ । CONTINUE READING

অকাল বর্ষণের ফলে চিন্তার হাত মাথায় মৃৎশিল্পী ও কৃষকরা

গানে গানে বাণী বন্দনা সৃজনের

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments