নিজস্ব সংবাদদাতা, কীর্ণাহার-বীরভূম:
ঘটনাটি ঘটেছে কীর্ণাহারে দাসকল গ্ৰামে , ১টি কয়লা বোঝায় করা লরির সঙ্গে বাসের মুখোমুখি
সংঘর্ষে আহত ২ জন। দুজনের মধ্যে একজনকে রেফার করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজে, আর একজন কে কীর্ণাহার হাসপাতালে। একজনের বাড়ি কাটারী, আর একজন মাকাইপুর। আজ দুপুরে দাসকল গ্রামের কাছে বিএড কলেজের সামনে দুর্ঘটনার কবলে বাস ও কয়লা বোঝাই করা লরি। বাসটি আসছিল ফুটিসাকো থেকে কীর্ণাহার যাবার রাস্তায় আর লরিটি যাচ্ছিল কীর্ণাহার থেকে ফুঁটিসাকো তারি মাঝে বিপত্তি ঘটে কীর্ণাহারের দাসকল গ্রামে।
লরি চালক পলাতক। লরিটি কে আটক করেছে কীর্ণাহার থানার পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।