Saturday, December 14, 2024
Homeজেলাকয়েকশো নকল সোনা ও আগ্নেয়াস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করল বীরভূম জেলা পুলিশ

- Advertisment -

কয়েকশো নকল সোনা ও আগ্নেয়াস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করল বীরভূম জেলা পুলিশ

সৌগত মন্ডল – বীরভূম :- গত কয়েক মাস ধরে বীরভূম জেলার বিভিন্ন শহরে যেমন সাইথিঁয়া , সিউড়ি , আমোদপুর নকল সোনার প্রলোভন দেখিয়ে , টাকা তছরুপের অভিযোগ আসছিল কয়েকজন যুবকের বিরুদ্ধে । এদিন বীরভূম জেলা প্রশাসন ও সিউড়ি থানার উদ্যোগে গ্রেপ্তার করেন ৪ জনকে । ধৃতদের কাছ থেকে প্রায় কয়েকশ নকল সোনার কয়েন ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন । সংবাদ মাধ্যমের দ্বারা বীরভূম জেলা পুলিশ সুপার নগেন ত্রিপাঠী জানান , এই সব প্রলোভনে পা দেবেন না এবং কোনো রকম খবর আসলে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানান ।

কয়েকশো নকল সোনা ও আগ্নেয়াস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করল বীরভূম জেলা পুলিশ

MORE NEWS -অবৈধ বালি কারবার রুখতে এবার ড্রোনের মাধ্যমে নজরদারি

ড্রোনের মাধ্যমে নজরদারি রাখা হচ্ছে বীরভূমের মৌরাক্ষী সংলগ্ন এলাকায় ।  দীর্ঘদিন ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছিলেন , বালির চোরা কারবার বন্ধ করতে হবে । তারই পরিপ্রেক্ষিতে এদিন মৌরাক্ষী নদী সংলগ্ন এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি রাখতে বলেছেন বীরভূম জেলা পুলিশ প্রশাসন ।  এদিন বীরভূম জেলা পুলিশের আদেশে একটি টিম জান সিউড়ির মৌরাক্ষী নদী পর্যবেক্ষণে, এবং ড্রোনের মাধ্যমে নজরদারি চালান । অন্যদিকে বীরভূম জেলা পুলিশ সুপার নগেন ত্রিপাঠী জানান , তেমন কিছু ভিডিও দেখা যায়নি  CONTINUE READING

MORE NEWS – কৌশিকী অমাবস্যায় জৌলুসহীন ও ভক্ত শূন্য তারাপীঠমন্দির

আজ 6 সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা , আজকের দিনে তারাপীঠে বিশেষ পুজোর আয়োজন করা হয় ।পুরাণে কথিত আছে , অসুরের অত্যাচার থেকে উদ্ধারের জন্য স্বর্গের দেবতারা মহামায়া তপস্যা শুরু করেন আরাধনায় সন্তুষ্ট হয়ে ‘ দেবী মহামায়া মানস সরোবরের জলে স্নান করে কালো রং ত্যাগ করে কৌশিকী রূপ ধারণ করেন সেই রূপে দেবী শুম্ভ ও নিশুম্ভ নামে দুই অসুর কে বধ করে , দেবতাদের রক্ষা করে । এই তিথিতে সেই দিন থেকে পাপের বিনাশ করার জন্য তারাপীঠ সহ বিভিন্ন তীর্থস্থানে মা তারা কে কৌশিকী রূপে পূজা করা হয় । আজকের এই তিথিতে তন্ত্রসাধনার এক বিশ্বের সেরা দিন হিসেবে ধরা হয়। কথিত আছে , আমাবস্যার এই বিশেষ তিথিতে সাধক বামাখ্যাপা তারাপীঠ মহাশ্মশানে শিমুল গাছের তলায় মা তারার আরাধনা করে , সিদ্ধিলাভ করে । CONTINUE READING

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments