নিজস্ব সংবাদদাতা, কিন্নাহার-বীরভূম :
গতকালই বিশ্বজিতের নিহত হওয়ার খবর আসে কিন্নাহারের গ্রামের বাড়িতে। সিআরপিএফ এ ১১০ ব্যাটেলিয়ানে কাশ্মীরে শ্রীনগরে কর্মরত ছিল বিশ্বজিত। ,সেখানে কর্মরত অবস্থায় মাথায় গুলি লেগে নিহত হন বিশ্বজিৎ অধিকারী । যদিও মাথায় গুলি লাগার ঘটনা কি ছিল পরিষ্কার নয়। গতকাল বিশ্বজিৎ অধিকারীর নিহত হওয়ার খবর এসে পৌঁছৌই তাঁর কিন্নাহারের গ্রামের বাড়িতে। তার নিহত হবার খবর পেয়ে, এলাকায় শোকের ছায়া নেমে আসে। সকাল থেকেই ভীড় জমায়, শহীদ বিশ্বজিতের মুখটা একবার দেখার জন্য। অবশেষে গান সালুটের মধ্যে দিয়ে শেষ কৃত্তি সম্পন্ন করা হয়।