সমাজের শিক্ষার হার ও বেকারত্ব দূর করনের জন্য বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে “কিষান বিকাশ ট্রাস্ট” নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার বীরভূমে তাদের পথচলা শুরু হল। এদিন সাঁইথিয়াতে জেলার অফিস উদ্বোধন হয় ও একটি বেসরকারি লজে আনুষ্ঠানিকভাবে তাদের নতুন প্রজেক্ট “হোম টিউটর” এর পথ চলা শুরু করেন। মূলত এখানে শিশু বিকাশ শিক্ষার প্রতি জোড় দেওয়া হবে বলে জানাই, ট্রাস্টের দুই কর্ণধার কার্তিক সামন্ত ও অর্পিতা সামন্ত । এছাড়াও মহিলাদের কথা ভেবে ,বিভিন্ন ধরনের কর্মমুখী প্রকল্প নিয়ে এসেছেন যেমন, বিউটিশিয়ান ,জিএনএম কোর্স, প্যারামেডিকেল কোর্স, টেলারিং, সার্ভে, এছাড়াও বিভিন্ন ধরনের কোর্স চালু করা হবে আগামী দিনে। এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাঁইথিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগৎ বন্ধু রায় মহাশয়, বিশিষ্ট সমাজসেবী সৌরভ দত্ত মহাশয়, ট্রাস্টের কর্ণধারেরা। এছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে ট্রাস্টের প্রচুর সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে “কিষান বিকাশ ” ট্রাস্টের পক্ষ থেকে বেশ কিছু মহিলাকে সংবর্ধনা দেওয়া হয়।