নিজস্ব সংবাদাতা’, নদিয়াঃ
এবার নদিয়ার কৃষ্ণনগর পুরসভায় কর্মী নিয়োগে দুর্নিতী ও নিয়োগ পরীক্ষার উত্তরপত্র লোপাটের প্রতিবাদে শনিবার বিকেলে কৃষ্ণনগর সোনা পট্টি মোড় থেকে কামপন্থীদের সরিক সংগঠংুলির ডাকে এক মিছিল শুরু হয় কৃষ্ণনগর শহরে। এদিনের এই গন আন্দোলনে সামিল হয়ে কৃষ্ণনগরের রাজপথে প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েন বামেদের শ্রমিক সংগঠন CITU,AIDWA, DYFI, SFI. বিক্ষোভকারীদের দাবী ২০১৭ এবং ২০১৮ সালে কৃষ্ণনগর পুরসভায় নিয়োগে প্রায় শতাধিক নিয়োগ হয়।২০১৭ সালের নিয়োগে অয়ন শীল ছিলেন সেই সময়।এছাড়া ওয়ে মার্কসীট গায়েব হয়ে গেছে।দুর্নিতী হয়েছে গোটা শহর জুড়ে এই দাবীতে আজ আমরা সামিল হয়েছি।গত পুর বোর্ডে যারা দায়িত্বে ছিলেন তাদের হাত ধরে অয়নশীল এই কান্ড ঘটিয়েছে।অবিলম্বে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সহ একদফা দাবীতে সোচ্চার হন তারা।তাদের দাবী মানা না হলে আদালতের বিচার প্রক্রিয়ার উপর নির্ভরশীল তারা এর পাশাপাশি পয়সার ভিত্তিতে চাকরী পেয়েছেন অনেকে।বেকার যুবক যুবতীদের ভবিষ্যত চুরি হয়েগেছে।