দেবজিত প্রামাণিকতারাপীঠ-বীরভূম :- আজ 6 সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা , আজকের দিনে তারাপীঠে বিশেষ পুজোর আয়োজন করা হয় ।পুরাণে কথিত আছে , অসুরের অত্যাচার থেকে উদ্ধারের জন্য স্বর্গের দেবতারা মহামায়া তপস্যা শুরু করেন আরাধনায় সন্তুষ্ট হয়ে ‘ দেবী মহামায়া মানস সরোবরের জলে স্নান করে কালো রং ত্যাগ করে কৌশিকী রূপ ধারণ করেন সেই রূপে দেবী শুম্ভ ও নিশুম্ভ নামে দুই অসুর কে বধ করে , দেবতাদের রক্ষা করে । এই তিথিতে সেই দিন থেকে পাপের বিনাশ করার জন্য তারাপীঠ সহ বিভিন্ন তীর্থস্থানে মা তারা কে কৌশিকী রূপে পূজা করা হয় । আজকের এই তিথিতে তন্ত্রসাধনার এক বিশ্বের সেরা দিন হিসেবে ধরা হয়। কথিত আছে , আমাবস্যার এই বিশেষ তিথিতে সাধক বামাখ্যাপা তারাপীঠ মহাশ্মশানে শিমুল গাছের তলায় মা তারার আরাধনা করে , সিদ্ধিলাভ করে ।
প্রত্যেক বছর দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে লক্ষাধিক মানুষ মা তারার মন্দির ভিড় জমায় , এই বিশেষ দিন পুজো দিতে । আজকে মাতারাকে বিশেষ ভোগ হিসেবে নিবেদন করা হয় , চ্যাং মাছ পোড়া , অন্নের ভোগ , বিভিন্ন সবজি ভাজাভুজি , পায়েস এই সবকিছু ।এছাড়া শ্শ্মশানে ভিড় করেন সাধু থেকে তান্ত্রিকরা । সারারাত চলে হোম যজ্ঞ । তবে এ বছরকরোনা বন্ধ থাকবে তারাপীঠের মা তারার মন্দির । তবে নিয়ম মেনে হবে শুধু নিত্য পূজা এবং সাধারন মানুষের জন্য প্রবেশ বন্ধ রয়েছে করোনার কথা মাথায় রেখে মন্দির কমিটি এবং প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে
কৌশিকী অমাবস্যায় জৌলুসহীন ও ভক্ত শূন্য তারাপীঠমন্দির
MORE NEWS -ইংরেজিতে দুটি বই লিখে বিরল প্রতিভা প্রকাশ করলেন বীরভূমের এক যুবক
বীরভূম জেলার নলহাটি থানার লোহাপুর গ্রামের ২০ বছরের এক যুবক বর্তমানে বি.এস.সি প্রথম বর্ষের ছাত্র । ইতিমধ্যেই সেই ছাত্রটি নিজের সাথে সাথে বীরভূমের নাম উজ্জ্বল করতে চলেছে । ছোট থেকে তার নেশা ছিল ইংরেজি নিয়ে কথা বলা থেকে শুরু করে কিছু লেখালেখি করা । বর্তমানে সেটা অনেকটাই সাফল্যের পথে।সেলিম পন্ডিত নামে সেই যুবক বেশ কিছু কবিতা লিখেন ইংরেজিতে । সেগুলি অনেক জায়গায় প্রকাশিত হয় ।এবং তার সাথে সাথে তার মনের আবেগ বাড়তে থাকে। কিন্তু বর্তমানে পড়াশোনার খরচ এর সাথে সাথে লেখালেখি করলেও প্রকাশ করার মতো আর্থিক সমর্থন ছিল না তার ।CONTINUE READING