নিজস্ব সংবাদদাতা, বনগাঁ-উত্তর ২৪ পরগনা:
ঘটনাটি ঘটে বনগাঁ থানার অন্তর্গত কালপুর এলাকায়। মৃত গৃহবধূর নাম ইন্দ্রা সরকার অভিযুক্ত গুনিনের নাম সুকুমার দাস।
ইন্দ্রা দেবীর স্বামী দীর্ঘদিন ধরে নিরুদ্দেশ থাকায়।যাতে তার স্বামী বাড়ি ফিরে আসে তার কারণে তান্ত্রিক সুকুমার দাসের বাড়িতে যেতেন ইন্দ্রা দেবী।স্বামীকে ফিরিয়ে আনার সুবাদে তার সাথে দীর্ঘ প্রায় এক বছর ধরে তান্ত্রিক এবং তার সাকরেরা মিলে ধর্ষণ করতে বলে অভিযোগ। গতকাল রাতে দাদা ভোলেনাথ বিশ্বাস বনগাঁ থানা একটি লিখিত অভিযোগ দাঁয়ের করে তদন্ত নেমে ওঝা সুকুমার দাস কে গ্রেফতার করে।বাকি অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে বনগাঁ থানার পুলিশ।আজ অভিযুক্ত ওঝা সুকুমার দাস কে বনগাঁ আদালতে পাঁচ দিনের পুলিশ হেফাজত পাঠানো হয়।