বিউরো রিপোর্ট বীরভূমের কণ্ঠ – নিজস্ব সংবাদদাতা, ধুপগুড়ি-জলপাইগুড়ি: সাত সকালে ধূপগুড়ি শহরে গাছের উপর চিতা বাঘ, চাঞ্চল্য! শুক্রবার সকালে ধূপগুড়ির পৌরসভার ৩ নং এবং ৪ নং ওয়ার্ডের মধ্যবর্তী এলাকায় একটি জাম গাছের উপর চিতা বাঘ দেখতে পান স্থানীয়রা। চিতা বাঘটিকে দেখার জন্য সকাল থেকেই ভিড় জমে। স্থানীয়দের দাবি, একটি বড় সড় চিতা বাঘ জাম গাছের উপর দেখা যাচ্ছে। এবং যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটাতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন। ধুপগুড়ি থানার পুলিশ এবং বিন্নাগুড়ি ওয়ার্ল্ড লাইফের কর্মীরা। চিতা বাঘ দেখার জন্য উৎসুক মানুষকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছেন বনদপ্তরের কর্মীরা এবং ধূপগুড়ি থানার পুলিশ।
গাছের উপর চিতাবাঘ, এলাকায় ভিড় স্থানীয়দের
More News – নবদ্বীপে বিজেপি প্রার্থীদের প্রচারে, বিজেপির রাজ্য সহ-সভাপতি মাহফুজা খাতুন
কমল দত্ত – নবদ্বীপ- নদীয়া: নবদ্বীপ পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী অপর্ণা নন্দির সমর্থনে ভোট প্রচারে আসলেন বিজেপি নেত্রী তথা রাজ্য সহ-সভাপতি মাফুজা খাতুন। মঙ্গলবার দুপুরে প্রার্থী অপর্ণা নন্দি সহ বিজেপি কর্মী সমর্থকদের সাথে নিয়ে ওয়ার্ডের অন্তর্গত হরিতলা তেঘরিপাড়া বাজার সহ প্রতিটি এলাকায় স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে বাড়ি বাড়ি পৌঁছে নির্বাচনী প্রচার করেন মাফুজা খাতুন। Continue Reading
সঙ্গীত সমাজের আরো এক উজ্জ্বল নক্ষত্রের পতন । , দুয়ারে ব্যাঙ্কিং পরিষেবা উদ্বোধন করলেন বীরভূমের জেলা শাসক।।
২ লড়ি সহ ৫৫ টি গরু আটক করেন নলহাটি থানার পুলিশ , মূর্তির বায়না না পাওয়ায় চিন্তার হাত মাথায়, মৃৎশিল্পীদের
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে অভিনব প্রতিবাদ, বাম ছাত্র সংগঠনের , ছোট্ট দুর্গা তৈরি করে তাক লাগিয়ে দিলেন ,নবম শ্রেণীর ছাত্র
More News – বামফ্রন্টের পক্ষ থেকে ডেপুটেশন জমা মহকুমা শাসকের কাছে।
সৌগত মন্ডল, রামপুরহাট -বীরভূম : চলতি মাসের ২৭ এ ফেব্রুয়ারি বীরভূমের পৌরসভা ভোটের দিনক্ষণ ঠিক হয়। ইতিমধ্যে দেখা গেছে বীরভূম জেলার বেশকিছু পৌরসভার ভোটের প্রার্থীদের দল পরিবর্তন এবং মনোনয়ন তুলে নিতে দেখা গেছে। আজ সবুজ, কাল গেরুয়া ,আজ লাল কালকে সবুজ, দল বদল এর রাজনীতি দেখা যাচ্ছে বীরভূমে। বামফ্রন্টের পক্ষ থেকে একটা অভিযোগ, তাদের প্রার্থীদেরকে খুনের হুমকি, টাকার প্রলোভন দেখানো হচ্ছে এবং মনোনয়ন দেওয়ার জন্য জোর করছেন। Continue Reading