প্রান্তিক চ্যাটার্জ্জী – মুর্শিদাবাদ, বহরমপুর :- আজ বিদ্যার আরাধনার দেবী মা সরস্বতী পুজো । সাধারণত আমরা দেখি ঠাকুরমশাই আসেন পুজো করেন কিন্তু সৃজন সব রীতি মেনেই পুজো করেছে , তারা গানে গানে বাগ দেবীর আরাধনা করেছেন, সৃজনের কর্ণধার অনির্বাণ সরকার জানিয়েছেন ।
বাণী বন্দনায় ‘সৃজন’ দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো । ‘সৃজন’-এর সরস্বতী পুজো মূলত সামবেদ রীতি অনুযায়ী হয় । সৃজনের সকল সদস্য – সদস্যাদের নিয়ে গান -নাচ – চিত্রকলা – আবৃত্তি প্রভৃতি সমাবেশে ভরপুর আয়োজন ।এই আয়োজনে খুশি সৃজনের কচি কাচা থেকে কলা কুশলিরাও ।গানে গানে বাণী
গানে গানে বাণী বন্দনা সৃজনের
MORE NEWS -সঙ্গীত সমাজের আরো এক উজ্জ্বল নক্ষত্রের পতন ।
লতা মঙ্গেশকর — জন্ম: ২৮ সেপ্টেম্বর, ১৯২৯-৬ ফেব্রুয়ারী, ২০২২) ভারতের একজন স্বনামধন্য গায়িকা। তিনি দশ হাজারেরও বেশি ভারতীয় ছবিতে গান করেছেন।এছাড়া ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষাতে ও বিদেশি ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তারই। ১৯৮৯ সালে ভারত সরকার তাকে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করে। তার অবদানের জন্য ২০০১ সালে তাকে ভারতের সর্বোচ্চ সম্মাননা ভারতরত্নে ভূষিত করা হয়; এম. এস. সুব্বুলক্ষ্মীর পর এই পদক পাওয়া তিনিই দ্বিতীয় সঙ্গীতশিল্পী।২০০৭ সালে ফ্রান্স সরকার তাকে ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মাননা লেজিওঁ দনরের অফিসার খেতাবে ভূষিত করে।
তিনি ৩টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ১৫টি বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার, ৪টি শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার, ২টি বিশেষ ফিল্মফেয়ার পুরস্কার, ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। ১৯৭৪ সালে তিনি প্রথম ভারতীয় হিসেবে রয়্যাল অ্যালবার্ট হলে সঙ্গীত পরিবেশন করেন।
পাঁচ ভাইবোনের মধ্যে লতা সর্বজ্যেষ্ঠ। তার বাকি ভাইবোনেরা হলেন – আশা ভোঁসলে, ঊষা মঙ্গেশকর, মীনা মঙ্গেশকর ও হৃদয়নাথ মঙ্গেশকর । CONTINUE READING
MORE NEWS -বে-আইনি আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেফতার
গোপন সূত্রে অভিযান চালিয়ে বে আইনি আগ্নেয়াস্ত্র সহ এক দুস্কৃতীকে গ্রেফতার করলো মোথা বাড়ি থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপ গান এবং এক রাউন্ড কার্তুজ। গতকাল রাতে ষ্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকেই ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম হাসানুজ্জামান। তার বাড়ি কমলপুর বাবলা এলাকায়। এদিন রাতে মোথা বাড়ি এলাকার একটি সরকারি লাইসেন্সী মদের দোকানের আশে পাশে সন্দেহ জনক ভাবে ঘোরা ফেরা করছিল ওই যুবক। CONTINUE READING