নিজস্ব সংবাদদাতা
রামপুরহাট -বীরভূম:
চলতি মাসের ৬ ফেব্রুয়ারি কৃষি কাজে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হন ১০ জন ও নিহত হন চারজন। এদিন রামপুরহাট ১ নং ব্লকের চিতুরি গ্রামের মহিলারা ধান পোঁতার কাজে বাইরে যাচ্ছিলেন এমন সময় গাড়ির ধাক্কায় চারজন মহিলা মারা যায় ও অনেকেই আহত হয়। আহতদের বাড়ী গিয়ে খোঁজ নেন ও সাহায্যের হাত বাড়িয়ে দেন বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা এবং পাশে থাকার আশ্বাস দেন। এছাড়াও সঙ্গে ছিল বিজেপি বীরভূম জেলা মহিলা মোর্চার সভানেত্রী রেশমি দে, বিজেপি যুব নেতা অর্পন নাগ, বিজেপি নেতা নিখিল ব্যানার্জি ও একাধিক বিজেপি কর্মী।