দেবাশীষ পাল – ইংরেজ বাজার – মালদা : কর্তব্যরত এক চিকিৎসককে প্রকাশ্যে থাপ্পর মারার অভিযোগ পুলিশ কর্মীর বিরুদ্ধে । ঘটনাটিকে ঘিরে চরম উত্তেজনা ছড়ায় মালদা মেডিকাল কলেজ হাসপাতাল চত্বর এলাকায় । অবিলম্বে ওই পুলিশকর্মীর শাস্তির দাবিতে আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকরা । জানা যায়, বুধবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর কর্তব্যরত অবস্থায় ছিলেন চিকিৎসক সৌভিক সাহা । ফোন কল আশায় আউটডোর থেকে মেডিকেল কলেজে রোগী দেখতে আসছিলেন তিনি । ঠিক সেই সময় আউটডোরের সামনে মালদা জেলা সংশোধনাগার থেকে আসামিদের শারীরিক পরীক্ষা করাতে আসা পুলিশ কর্মী রাম রায় প্রকাশ্য তাকে থাপ্পড় মারে বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই বিক্ষোভে ফেটে পড়েন অন্যান্য চিকিৎসকরা । ওই পুলিশকর্মীকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা । যদিও পরে খবর পেয়ে ইংরেজবাজার থানার বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
চিকিৎসককে প্রকাশ্যে থাপ্পর মারার অভিযোগ ,পুলিশ কর্মীর বিরুদ্ধে।
MORE NEWS -বাইকের মুখোমুখি সংঘর্ষ, আহত এক যুবক।
দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ। আহত এক যুবক । বৃহস্পতিবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইংরেজবাজার থানার দুর্গা মোড় এলাকায় । জানা গেছে আহত যুবককে ভর্তি করা হয়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে । স্থানীয় সূত্রে জানা গেছে , আহত ওই যুবকের নাম শেখ সাফি আলম । বাড়ি ইংরেজবাজার থানার সোলপুর এলাকায় । জানা যায় মটরবাইকে করে এদিন সকালে বাড়ি ফিরছিলেন ওই যুবক । ঠিক সে সময় দুর্গাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি বাইক তাকে ধাক্কা মারে । CONTINUE READING
MORE NEWS -বে-আইনি আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেফতার
গোপন সূত্রে অভিযান চালিয়ে বে আইনি আগ্নেয়াস্ত্র সহ এক দুস্কৃতীকে গ্রেফতার করলো মোথা বাড়ি থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপ গান এবং এক রাউন্ড কার্তুজ। গতকাল রাতে ষ্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকেই ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম হাসানুজ্জামান। তার বাড়ি কমলপুর বাবলা এলাকায়। এদিন রাতে মোথা বাড়ি এলাকার একটি সরকারি লাইসেন্সী মদের দোকানের আশে পাশে সন্দেহ জনক ভাবে ঘোরা ফেরা করছিল ওই যুবক। এর পর রাতে নজর দারি চালানোর সময় আগ্নেয়াস্ত্র সহ ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।CONTINUE READING