সৌরভ নস্কর, দক্ষিণ ২8 পরগনা :- দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর থানার অন্তর্গত কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা প্রজাপতি পালের পুত্র প্রস্পজিৎ পালের সাথে বিয়ে ঠিক হয় সাগর থানার সাপখালি গ্রামের বাসিন্দা দীপল প্রধান এর মেয়ের সাথে । দুই পরিবার দেখাশুনা করে ঠিক করে তাদের পরিবারের ছেলে মেয়ের বিয়ে । এরপর বিয়ে ঠিক হওয়ার পর থেকেই ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে । পরিবারের পক্ষ থেকে ঠিক হয়ে যায় বিয়ের তারিখ । এর মাঝেই হঠাৎ ছেলের বাড়ির তরফ থেকে দাবি করা হয় একটি সোনার চেইন ও বিয়েতে ১৫০ জনের খাওয়ার আয়োজন ।
তবে যৌতুকে সোনার চেইন ও ১৫০ জনের খাওয়ার আয়োজন করতে পারবে না বলে জানায় গরিব মেয়ের বাবা । এর পাশাপাশি ছেলের বাড়ি তরফ থেকে অপমান করা হয় মেয়ের পরিবারকে । এমনটাই জানাচ্ছে মেয়ের পরিবার। আর সেই অপমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন সুস্মিতা প্রধান দ্বাদশ শ্রেণীর স্কুল ছাত্রী।মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় সাগর থানার পুলিশ।ঘটনার তদন্তে করছে সাগর থানার পুলিশ। মেয়ের পরিবার কান্নায় ভেঙ্গে পড়ে। গোটা পরিবারের শোকের ছায়া নেমে এসেছে ।
ছেলের বাড়ির দাবি অনুযায়ী যৌতুক না দিতে পারায়, অপমানে আত্মঘাতী স্কুল ছাত্রী
MORE NEWS-সঙ্গীত সমাজের আরো এক উজ্জ্বল নক্ষত্রের পতন ।
জন্ম: ২৮ সেপ্টেম্বর, ১৯২৯-৬ ফেব্রুয়ারী, ২০২২) ভারতের একজন স্বনা মধন্য গায়িকা। তিনি দশ হাজারেরও বেশি ভারতীয় ছবিতে গান করেছেন। এছাড়া ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষাতে ও বিদেশি ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তারই। ১৯৮৯ সালে ভারত সরকার তাকে দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত করে। তার অবদানের জন্য ২০০১ সালে তাকে ভারতের সর্বোচ্চ সম্মাননা ভারতরত্নে ভূষিত করা হয়, এম. এস. সুব্বুলক্ষ্মীর পর এই পদক পাওয়া তিনিই দ্বিতীয় সঙ্গীত শিল্পী। ২০০৭ সালে ফ্রান্স সরকার তাকে ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মাননা লেজিওঁ দনরের অফিসার খেতাবে ভূষিত করে। তিনি ৩টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ১৫টি বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার, ৪টি শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্ম ফেয়ার পুরস্কার, ২টি বিশেষ ফিল্মফেয়ার পুরস্কার, ফিল্ম ফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার সহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। ১৯৭৪ সালে তিনি প্রথম ভারতীয় হিসেবে রয়্যাল অ্যালবার্ট হলে সঙ্গীত পরিবেশন করেন।CONTINUE READING