সোমনাথ রায়-পুরুলিয়া করোনা মহামারীর জেরে বন্ধ স্কুল কলেজ, বাড়িতে বসে মোবাইল আসক্ত হয়ে পড়েছেন ছাত্রছাত্রীরা। আর এই মোবাইলের দুনিয়ায় যখন শৈশব বিপন্ন তখন বাড়িতে বসে শিল্পকলায় জোর দিলেন নবম শ্রেনীর ছাত্র সুরজিৎ সেন। পুরুলিয়া জেলার বলরামপুর শহরের মধ্যবৃত্ত পরিবারের ছেলে সুরজিৎ সেন।কখনো পেনসিল দিয়ে ছবি আঁকা তো কখনো মাটি ও রং দিয়ে কিছু বানানো। ছোটবেলা থেকে সক ছবি আঁকার বা মাটির মূর্তি তৈরি করার। দেবী দুর্গার আগমনী আর কয়েকদিন বাকি। আগমনির কয়েকদিন আগেই সাক্ষাৎ বানিয়ে ফেললেন মা দুর্গার ছোট্ট এক ফুটের প্রতিমা।কখনো সাবানের উপর রবীন্দ্রনাথ এর মূর্তি বানানো তো কখনো বা প্রতিকীরূপে ছবি তৈরি করা বাড়িতে বসে সবেই তৈরি করে সুরজিৎ ।ছোট্ট দুর্গাকে দেখতে কচিকাঁচাদের ভীড় জমছে সুরজিৎ এর বাড়িতে।
ছোট্ট দুর্গা তৈরি করে তাক লাগিয়ে দিলেন ,নবম শ্রেণীর ছাত্র
MORE NEWS -গেরুয়া ছেড়ে, তৃণমূলে যোগদান দিলেন বাবুল সুপ্রিয়
রাজ্যের বিধানসভা নির্বাচনের সময় থেকেই দূরত্ব বেড়েছিল বিজেপি দলের সঙ্গে। দল তাকে আসানসোলের জায়গায় প্রাথী করেছিল কলকাতার টালিগঞ্জে। কিন্তু সেখানে তিনি পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে। শুধু তাই নয় বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে মানিয়ে নিতে পারছিলো না বাবুল। পাশাপাশি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার এক পোস্টকে ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। শুরু হয়েছিল বাবুলের তৃণমূলে যাওয়া নিয়ে জল্পনা। আর শনিবার সমস্ত জল্পনা সত্যি করে অবশেষে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে তৃণমূল কংগ্রেসে স্বাগত জানান দলের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক অভিষেক ব্যানার্জি। আর এদিনের এই যোগদানের সময় অভিষেক ব্যানার্জী ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের লোকসভার মুখ্য সচেতক ডেরেক ও ব্রায়েন।
আর বাবুলের বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দানের বিষয়ে আসানসোল পৌর নিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জী বলেন উনি ভালো লোক তৃণমূলের প্রতি আস্থা রেখে দলে এসেছেন। পাশাপাশি তিনি আরো বলেন আসানসোলে তৃণমূলের সাংসদ না থাকার কারণে কেন্দ্রের যে উন্নয়ন গুলি থেকে বঞ্চিত হচ্ছিল আসানসোল।CONTINUE READING
পৌরসভার ভোটের প্রার্থী তালিকা ফেক, জানালেন আশীষ ব্যানার্জি
হিউম্যান রাইটস ও স্বেচ্ছাসেবী সংস্থার তৎপরতায় অসুস্থ দম্পতিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।