সৌগত মন্ডল – নলহাটি-বীরভূম :- দীর্ঘদিন ধরে বারবার পানাগড়-মোড়গ্রাম জাতীয় সড়কের বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে চলেছে । সেই দুর্ঘটনা কিছুটা কমানোর জন্য তৎপর হলেন নলহাটি থানার পুলিশ আধিকারিকেরা । এদিন নলহাটি থেকে তেজহাটী অব্দি রাস্তার মধ্যে যে সকল খালগুলি হয়েছিল , সেগুলি মাটি ভরে বন্ধ করে দিলেন নলহাটি থানার পুলিশ আধিকারিকরা। পুলিশ আধিকারিকরা নিজেরাই বেলচা , ফাওড়া হাতে মাটি ভরাট করেন রাস্তায়। এই কাজ দেখে , অনেকটাই নজর কেড়ে নিয়েছেন সাধারণ মানুষের ।
জাতীয় সড়কে দুর্ঘটনা এড়াতে তৎপর, নলহাটি থানার পুলিশ
MORE NEWS -আজ ৩ থেকে ৮ সেপ্টেম্বর অব্দি সর্বসাধারণের জন্য তারাপীঠ মন্দির বন্ধ থাকিবে
আগামী 6 সেপ্টেম্বর কৌশিক অমাবস্যা এইদিন তারাপীঠে বিশেষ পুজোর আয়োজন করা হয় l কিন্তু বিগত বছরের মতো এ বছরও অতিমারি পরিস্থিতিতে বন্ধ রাখা হলো l তারাপীঠের দরজা পুরাণে কথিত আছে অসুরের অত্যাচার থেকে উদ্ধারের জন্য স্বর্গের দেবতারা মহামায়া তপস্যা শুরু করেন , আরাধনায় সন্তুষ্টহয়ে’ দেবী মহামায়া মানস সরোবরের জলে স্নান করে কালো রং ত্যাগ করে কৌশিকী রূপ ধারণ করেন সেই রূপে দেবী শুম্ভ নিশুম্ভ নামে দুই অসুর কে বধ করে দেবতাদের রক্ষা করে , এই তিথিতে সেই দিন থেকে পাপের বিনাশ করার জন্য তারাপীঠ সহ বিভিন্ন তীর্থস্থানে মা তারা কে কৌশিকী রূপে পূজা করা হয় l
এই তিথি তন্ত্রসাধনার এক বিশ্বের সেরা কথিত আছে আমাবস্যার এই বিশেষ তিথিতে সাধক বামাখাপা মহাশ্মশানে শিমুল গাছের তলায় মা তারার আরাধনা করে সিদ্ধিলাভ করে l প্রত্যেক বছর দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে লক্ষাধিক মানুষ মা তারার মন্দির আছেন এই বিশেষ দিন পুজো দিতে এছাড়া শ্মশানে ভিড় করেন l CONTINUE READING
MORE NEWS -দুয়ারে ব্যাঙ্কিং পরিষেবা উদ্বোধন করলেন বীরভূমের জেলা শাসক।
নাবার্ড এর আর্থিক সহযোগিতায় ও পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের উদ্যোগে , আজ বীরভূম জেলা শাসকের দপ্তরে শুভ উদ্বোধন হল পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের ভ্রাম্যমাণ ব্যাঙ্কিং পরিষেবা । শুভ উদ্বোধন করলেন জেলাশাসক বিধান রায় । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিক বৃন্দ। এই ভ্রাম্যমান গাড়ির মাধ্যমে ব্যাংকের সকল সুযোগ দেওয়া হবে গ্রাহকদের । CONTINUE NEWS