নিজস্ব সংবাদদাতা, রামপুরহাট-বীরভূম :-
সকালে মর্মান্তিক দুর্ঘটনা রামপুরহাটে। আজ সকালে,চিতুরি গ্রাম থেকে চাষের কাজের জন্য মারগ্রাম যাচ্ছিল। সেই সময় ১৪ নম্বর জাতীয় সড়কের মুনসুব থেকে কিছুটা আগে অ্যাক্সিডেন্ট হয়। কাজের উদ্দেশ্যে তারা চিতুরি গ্রাম থেকে মারগ্রাম যাচ্ছিলেন চায়না ভ্যানে করে আনুমানিক ১৫ জন ছিল ,সেই সময় মুনসবার মোড়ের কাছে পিছন থেকে ট্রাকে ধাক্কা মারায় চায়না গাড়ি র নিয়ন্ত্রণ হারিয়ে যায় ,সবাই ছিটকে পড়ে যায়। যার ফলে ঘটনার স্থলে তিনজনকে অন্য গাড়িতে পিষ্ট হয়ে যায়। ঘটনা স্থলে তিনজন মহিলার মৃত্যু হয়। ঘটনাটিকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে আসে চিতুলি গ্রামে। বাকি ১৪ জনকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে একজনের মৃত্যু হয় একজনকে উন্নত চিকিৎসার জন্য ট্রান্সফার করা হয় বর্ধমানে। বাকি ১০ জনের চিকিৎসা চলছে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে।