নিজস্ব সংবাদদাতা
মুরারই -বীরভুম:
লোকসভা ভোট আর কয়েকটা দিন বাকি। ভোটের আগে বঙ্গ রাজনীতিতে দলবদলের পালা চলে। ঠিক এই দিনও সেই একই চিত্র দেখা গেল। মুরারই বিধানসভা হরিশপুর গ্রামে ২৫০ টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন বিজেপি বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহার হাত ধরে ,সাথে ছিলেন বীরভূম লোকসভার ইনচার্জ সুজিত দাস, জেলা সম্পাদক কৃষ্ণকান্ত সাহা ও হেমন্ত ঘোষ, বীরভূম জেলা বিজেপির কিষান মোর্চার জেলা সভাপতি অভিমুন্য মাল, বীরভূম জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি মোতাহার খান, সংখ্যালঘু মোর্চার নেতা মিহিলাল শেখ সহ একাধিক নেতৃত্ব। বোলপুর ও বীরভূম লোকসভার দুটি সিটিই দখল করতে মরিয়া গেরুয়া শিবির। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বীরভূম জেলা বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা জানান ” কেন্দ্র সরকারের উন্নয়ন দেখে, সকল শ্রেণীর মানুষ এগিয়ে আসছেন আমাদের দলে, মোদীজি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ , সেই উন্নয়নের ধারা আমরা বজায় রাখবো আগামী দিনে”।