অর্পিতা মজুমদার – মাড়গ্রাম – বীরভূম :- আজ রাত ১০ টা নাগাদ রামপুরহাট 2 নং ব্লকের অন্তর্গত মাড়গ্রাম থানায় ঠিক বিডিও অফিসের পাশে একটি প্রতীক্ষালয়ে , এক ভারসাম্যহীন ব্যক্তিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় , স্থানীয় কয়েকজন যুবক মাড়গ্রাম 1 নম্বর ব্লকের প্রধান অসীম সেন ও মাড়গ্রাম থানার পুলিশ আধিকারিককে জানান , তারপর সাহায্যের হাত নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে অসুস্থ ব্যক্তিকে প্রথমে মাড়গ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় , তারপরই বসোয়া স্বাস্থ্য কেন্দ্রে রেফার করা হয়। অসুস্থ ব্যক্তির নাম বরুণ সরকার , বাড়ি মাড়গ্রাম। খবর সূত্রে জানা গেছে , অসুস্থ মানসিক ভারসাম্যহীন বরুণ সরকার এখন অনেকটাই সুস্থ রয়েছেন । দমকল
দমকল কর্মীদের তৎপরতায় , সুস্থ হলেন ১ মানসিক ভারসাম্যহীন ব্যক্তি।
MORE NEWS -ইংরেজিতে দুটি বই লিখে বিরল প্রতিভা প্রকাশ করলেন বীরভূমের এক যুবক
বীরভূম জেলার নলহাটি থানার লোহাপুর গ্রামের ২০ বছরের এক যুবক বর্তমানে বি.এস.সি প্রথম বর্ষের ছাত্র । ইতিমধ্যেই সেই ছাত্রটি নিজের সাথে সাথে বীরভূমের নাম উজ্জ্বল করতে চলেছে । ছোট থেকে তার নেশা ছিল ইংরেজি নিয়ে কথা বলা থেকে শুরু করে কিছু লেখালেখি করা । বর্তমানে সেটা অনেকটাই সাফল্যের পথে।সেলিম পন্ডিত নামে সেই যুবক বেশ কিছু কবিতা লিখেন ইংরেজিতে । সেগুলি অনেক জায়গায় প্রকাশিত হয় ।এবং তার সাথে সাথে তার মনের আবেগ বাড়তে থাকে। কিন্তু বর্তমানে পড়াশোনার খরচ এর সাথে সাথে লেখালেখি করলেও প্রকাশ করার মতো আর্থিক সমর্থন ছিল না তার । CONTINUE READING
MORE NEWS – কৌশিকী অমাবস্যায় জৌলুসহীন ও ভক্ত শূন্য তারাপীঠমন্দির
6 সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা , আজকের দিনে তারাপীঠে বিশেষ পুজোর আয়োজন করা হয় । পুরাণে কথিত আছে , অসুরের অত্যাচার থেকে উদ্ধারের জন্য স্বর্গের দেবতারা মহামায়া তপস্যা শুরু করেন আরাধনায় সন্তুষ্ট হয়ে ‘ দেবী মহামায়া মানস সরোবরের জলে স্নান করে কালো রং ত্যাগ করে কৌশিকী রূপ ধারণ করেন সেই রূপে দেবী শুম্ভ ও নিশুম্ভ নামে দুই অসুর কে বধ করে , দেবতাদের রক্ষা করে । এই তিথিতে সেই দিন থেকে পাপের বিনাশ করার জন্য তারাপীঠ সহ বিভিন্ন তীর্থস্থানে মা তারা কে কৌশিকী রূপে পূজা করা হয় । CONTINUE READING