সৌগত মন্ডল
সিউড়ি -বীরভূম:-
ভোটের আগে রাজনীতিতে দল-বদলের হিড়িক দেখা যায়, তেমন চিত্র দেখা গেল বীরভূমের সিউড়িতে।সামনেই লোকসভা ভোট, তার আগেই শাসক দলে বড়সড় ভাঙ্গন । বঙ্গ রাজনীতিতে লোকসভা ভোটের দামামা বেজে গেছে। বীরভূম ও বোলপুর লোকসভার দুটো সিটে পদ্মফুল ফোটাতে মরিয়া গেরুয়া শিবির। এদিন বীরভূম বিজেপির জেলা কার্যালয়ে, সংখ্যালঘুর সম্প্রদায়ের একাধিক সিপিএম ও তৃণমূল কর্মী বীরভূম জেলা বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার হাত ধরে বিজেপিতে যোগদান করে। দুবরাজপুর শহরের তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারী রুবিনা বিবি জানায়, তৃণমূল দলে মহিলাদের কোন সম্মান নেই।
সাংবাদিকদের মুখোমুখি বীরভূম বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহ জানান ,”বিজেপি সরকারের কাজ দেখে মানুষ এগিয়ে আসছেন, সাধারণ মানুষ আমাদের পাশে রয়েছেন। লোকসভা ভোটে আমরা বিপুল ভোটে জয়ী হব।