নিজস্ব সংবাদদাতা, মাড়গ্রাম-বীরভূম :দুই ড্রাম ভর্তি বোমা উদ্ধার করল, মাড়গ্রাম থানার পুলিশ । গোপন সূত্র খবর পেয়ে,
বীরভূমের মাড়গ্রাম থানার অন্তর্গত খারপুকুর এলাকার পুকুর পার থেকে দুটি ড্রামে ভর্তি তাজা বোমা
উদ্ধার করে মাড়গ্রাম থানার পুলিশ । দুই ড্রামে আনুমানিক ৪০ টি তাজা বোমা ছিল বলে জানা যায়। তবে কে বা কারা বোমাো খে গেছেন এখনো অজানা ,পুরো ব্যাপারটি তদন্ত করছেন মাড়গ্রাম থানার পুলিশ আধিকারিকরা ।বোমা গুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয় বোম স্কোয়ার্ড টিমকে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।