দুবরাজপুর -বীরভূম স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ বীরভূম জেলার দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে এবং আশ্রমের সেক্রেটারী স্বামী ভুপনন্দ মহারাজের স্মৃতির উদ্দেশ্যে আজ এলাকার ৫০০ জন দুঃস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র প্রদান করা হল। মূলত: পুজোর প্রাক্কালে দুঃস্থদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, দুবরাজপুর পৌরসভার প্রশাসক পীযূষ পাণ্ডে, সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভাসিশ চট্টরাজ সহ আরো অনেকে। স্বামী সত্যশিবানন্দ মহারাজ জানান, প্রতিবছর আমরা ১৭ জুলাই করে থাকি। কিন্তু কোভিডের জন্য আমরা তখন করতে পারি নাই। তাই পুজোর প্রাক্কালে দুবরাজপুর পৌর এলাকার ও পার্শ্ববর্তী ১২ টি গ্রামের দুঃস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দিলাম।
দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের আশ্রমের উদ্যোগে ৫০০ জন দুঃস্থ মানুষদের বস্ত্র প্রদান*
MORE NEWS -কালো কলাই দিয়ে মা কালি তৈরি করে, তাক লাগিয়ে দিলেন আব্বাস আলী
রামপুরহাট, বীরভূম।রামপুরহাট ডাকবাংলো পাড়া প্লেয়ার্স এ্যাসোসিয়েশন পরিচালিত কালী পুজো যেটা দর্শনার্থীরা আব্বাস কালী পূজো বলে পরিচিত সেই আব্বাসএবার আব্বাস কালী পূজো বাইশ লক্ষ টাকার বিগ ব্যাজেটের পুজো। তবে গতবার করোনা ভাইরাসের কারণে কালীপুজো হয়েছিল কিন্তু কালী পূজোয় এবার থাকছে বাড়তি চমক। ছিলোনা কোনো জাঁকজমক তাই এ বছর সাধারণ মানুষকে আনন্দ দিতে এই চমক বলে জানান পুজো উদ্যোগতারা।
রামপুরহাট ডাকবাংলো পাড়া প্লেয়ার্স এ্যাসোসিয়েশন পরিচালিত এই পুজোয় এবার মন্ডপ সজ্জায় ফুটে উঠবে রামপুরহাট শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাইস্কুল। কালো কলাই দিয়ে তৈরী করা হচ্ছে মা কালীর প্রতিমা। আরও থাকছে বাংলার বিখ্যাত চন্দন নগরের আলোক সজ্জা। এই পুজোর সমস্ত টাই দেখাশোনা করেন রামপুরহাট পৌরসভার চার নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলার তথা বর্তমান পৌর বোর্ড মেম্বার আব্বাস হোসেন। CONTINUE READING
রাস্তার বেহাল দশা, হুশ নেই প্রশাসনের
স্কুল পরিষ্কার করার হিড়িক, ব্যস্ত শিক্ষাকর্মীরা
মূর্তির বায়না না পাওয়ায় চিন্তার হাত মাথায়, মৃৎশিল্পীদের
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে অভিনব প্রতিবাদ, বাম ছাত্র সংগঠনের
দুয়ারে ব্যাঙ্কিং পরিষেবা উদ্বোধন করলেন বীরভূমের জেলা শাসক।।
রাজস্ব আদায়ে দ্বিগুণ, বিক্ষোভ ট্রাক মালিকদের
প্রতিবাদ করায় ,প্রকাশ্যে পিটিয়ে খুন করা হলো ১ ব্যক্তিকে