নিজস্ব সংবাদদাতা , সিউড়ি-বীরভূম – নাবার্ড এর আর্থিক সহযোগিতায় ও পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের উদ্যোগে ,আজ বীরভূম জেলা শাসকের দপ্তরে শুভ উদ্বোধন হল পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের ভ্রাম্যমাণ ব্যাঙ্কিং পরিষেবা। শুভ উদ্বোধন করলেন জেলাশাসক বিধান রায় । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিক বৃন্দ। এই ভ্রাম্যমান গাড়ির মাধ্যমে ব্যাংকের সকল সুযোগ দেওয়া হবে গ্রাহকদের। নতুন একাউন্ট থেকে শুরু করে ব্যাংক ঋণ সকল সুযোগই এই গাড়ির মাধ্যমে পাওয়া যাবে।
দুয়ারে ব্যাঙ্কিং পরিষেবা উদ্বোধন করলেন বীরভূমের জেলা শাসক।
MORE NEWS -বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক সহবাস ,অভিযোগের তীর ১ সিভিক ভলেন্টিয়ার এর দিকে
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক কলেজ ছাত্রীকে দিনের পর দিন সহবাস করার অভিযোগ উঠলো সিভিক ভলেন্টিয়ার প্রেমিকের বিরুদ্ধে। এই ঘটনার ব্যাপারে বেশ কিছু দিন আগে ইংরেজ বাজার মহিলা থানায় ওই যুবতী লিখিত অভিযোগ দায়ের করলে ও পুলিশ কোন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। অবশেষে শুক্রবার সিভিক ভলেন্টিয়ার প্রেমিকের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত নালিশ জানিয়েছেন ওই যুবতী। আগামী তে পুলিশ কোন প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এ ব্যাপারে মানবাধিকার কমিশন এবং আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন অভিযোগকারী ওই ছাত্রী। CONTINUE READING
MORE NEWS -২ লড়ি সহ ৫৫ টি গরু আটক করেন নলহাটি থানার পুলিশ
এদিন বিকাল ৩:৩০ টা নাগাদ নলহাটি থানার পুলিশ গোপন সূত্রের খবর অনুযায়ী ঝাড়খন্ডের দিক থেকে দুটি লড়ি করে নিয়ে আসা প্রায় ৫৫টি গরু আটক করে।এই গাড়ী দুটির গ্ৰন্তব্য ছিলো মালদা। নলহাটি থানার ওসি তপায় বিশ্বাস তাঁর পুলিশ ব্যাটেলিয়ন নিয়ে পূর্বের গোপন সূত্রের খবর অনুযায়ী বৈধরা সেতুর কাছে আটক করে। CONTINUE READING
মুখে মাক্স ও মাথায় হেলমেট পড়িয়ে সচেতনতা বার্তা দিলেন, মহকুমা পুলিশ আধিকারিক
জাতীয় সড়কে দুর্ঘটনা এড়াতে তৎপর, নলহাটি থানার পুলিশ
প্রতিবাদ করায় ,প্রকাশ্যে পিটিয়ে খুন করা হলো ১ ব্যক্তিকে
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে অভিনব প্রতিবাদ, বাম ছাত্র সংগঠনের
বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু, এক কৃষকের
পৌরসভার ভোটের প্রার্থী তালিকা ফেক, জানালেন আশীষ ব্যানার্জি
দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের আশ্রমের উদ্যোগে ৫০০ জন দুঃস্থ মানুষদের বস্ত্র প্রদান*
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান, শতাধিক কর্মী ।
হিউম্যান রাইটস ও স্বেচ্ছাসেবী সংস্থার তৎপরতায় অসুস্থ দম্পতিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।