Saturday, December 14, 2024
Homeখবরদুর্ঘটনায় আহতদেরকে দেখতে হাসপাতালে যান কাজল শেখ।

- Advertisment -

দুর্ঘটনায় আহতদেরকে দেখতে হাসপাতালে যান কাজল শেখ।

সৌগত মন্ডল

রামপুরহাট -বীরভূম:-

দিন দিন বীরভূম জেলায় পথ দুর্ঘটনার সংখ্যা বেড়ে ই চলেছে ,তারপরও হুশ নেই প্রশাসনের। আজ সকালে রামপুরহাটের মনসুবা মোড়ের কাছে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রামপুরহাট ১নং ব্লকের চিতুরি থেকে ১৪ জন মাড়গ্রামে কৃষি কাজে যাওয়ার পথে পথদুর্ঘটনায় গুরুতর আহত হয় ১০জন।আহতদের শারীরিক সুস্থতার খোঁজ নিতে রামপুরহাট মেডিক্যাল কলেজ এ্যান্ড হাসপাতালে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, সঙ্গে তৃণমূল নেতা জহিরুল ইসলাম,নীহার মুখার্জি, আলমাস একাধিক তৃণমূল নেতা ও কর্মী । দুর্ঘটনায় ৪জন নিহত হয়,লীলা লেট,রাখি সর্দার, রশ্মি সর্দার,চুমকি ডোম । পরিবার পরিজনদের আর্থিক সাহায্য করা ও তাদের পাশে থাকার আশ্বাস দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments