কমল দত্ত – নবদ্বীপ- নদীয়া: নবদ্বীপ পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী অপর্ণা নন্দির সমর্থনে ভোট প্রচারে আসলেন বিজেপি নেত্রী তথা রাজ্য সহ-সভাপতি মাফুজা খাতুন। মঙ্গলবার দুপুরে প্রার্থী অপর্ণা নন্দি সহ বিজেপি কর্মী সমর্থকদের সাথে নিয়ে ওয়ার্ডের অন্তর্গত হরিতলা তেঘরিপাড়া বাজার সহ প্রতিটি এলাকায় স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে বাড়ি বাড়ি পৌঁছে নির্বাচনী প্রচার করেন মাফুজা খাতুন। পাশাপাশি এলাকার মানুষ জন স্বতঃস্ফূর্ত ভাবে বিজেপি প্রার্থী অপর্ণা নন্দি কে সমর্থন করছেন বলে দাবি করেন তিনি। আসন্ন পৌর নির্বাচনে ২৪ টি ওয়ার্ডে বিজেপি প্রার্থীরা জয়লাভ করবে বলেই দিন বলেন মাফুজা খাতুন। এছাড়াও বিগত করপোরেশন নির্বাচনে প্রতিটি আসনে শাসক দলের বিরুদ্ধে ভোট লুট করার অভিযোগ করেন তিনি। নবদ্বীপে বিজেপি
নবদ্বীপে বিজেপি প্রার্থীদের প্রচারে, বিজেপির রাজ্য সহ-সভাপতি মাহফুজা খাতুন
More News – মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত এক বাইক রাইডার , ঘটনাটিকে কেন্দ্র করে ,চরম উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয় এলাকায়
সৌগত মন্ডল – বীরভূম- নলহাটি: রাজ্যে ফের মর্মান্তিক বাইক দুর্ঘটনা। এই ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১ জন বাইক আরোহীর। নলহাটি থানার অন্তর্গত ডিহা এলাকায় নলহাটি রাজগ্রাম সড়কের উপরে এই ভয়াবহ বাইক দুর্ঘটনাটি ঘটে। ঘটনাটিকে কেন্দ্র করে , চরম উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয় এলাকায় স্থানীয় সূত্রে খবর, আজ শনি বার সকাল 10:30 নাগাদ এই ঘটনা ঘটেছে । প্রতক্ষ্যদর্শীরা জানান যে রাস্তার ধারে একটি বাইক সমেত দুজনকে রাস্তার উপরে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। একটি পাথর বোঝাই গাড়ি ধাক্কা মেরে পালিয়ের যাই। Continue Reading
ভোটের আগেই জয়ী প্রার্থীদের, সংসা পত্র প্রদান। , নীতির অভাবে ধুঁকছে ,বর্তমান শিক্ষাব্যবস্থা
কনের সাজে মা সরস্বতী , গানে গানে বাণী বন্দনা সৃজনের , স্কুল পরিষ্কার করার হিড়িক, ব্যস্ত শিক্ষাকর্মীরা
রাজস্ব আদায়ে দ্বিগুণ, বিক্ষোভ ট্রাক মালিকদের
More News – ফের মন্দিরে চুরি , হুশ নেই প্রশাসনের
কমল দত্ত, নদীয়া : সাত সকালে মন্দির চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো, নদিয়ার রানাঘাট পুরসভার ১৬ নং ওয়ার্ডের মহাপ্রভু পাড়া গৌরগদাধর মন্দির থেকে। স্থানীয় বাসিন্দারা সকালে ঘুম থেকে উঠে মন্দিরে এসে দেখেন মন্দিরের তালা ভেঙে সবই প্রায় চুরি করে নিয়ে গেছে চোরের দল। বেশ কিছুদিন ধরে রানাঘাট সহ আশেপাশের Continue Reading