নিজস্ব সংবাদদাতা, মুরারই- বীরভূম: নাচের আসরে ফিল্মি কায়দায় টাকা ওড়াচ্ছেন বীরভূমের তৃণমূল নেতা ,ভাইরাল ভিডিও বিতর্ক। ঘটনাটি বীরভূম জেলার তৃণমূল নেতা , তথা খাদ্য কর্মাধ্যক্ষ প্রদীপ কুমার ভকাত উরফে বাবলু ভগত। তার গেট মিনিটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গেল। তিনি ভিডিওর শেষের দিকে এক তরুনীর সঙ্গে নাচের তালে তাল মিলিয়ে টাকা ওড়াচ্ছেন। এই নোংরা ভিডিও দেখে রাজনৈতিক মহলে নানান বিতর্কের সৃষ্টি হয়েছে। বিরোধী পার্টির নেতারা বলেন হারামের টাকা কোথায় রাখবে এই ভাবেই ওড়াচ্ছে। খাদ্য কর্মদক্ষ প্রদীপ কুমার ভগৎ শিকার করে বলেন এটা অনেকদিন আগেকার ভিডিও এবং বিয়ের ভিডিও কোন লোক আমাকে বদনাম করার জন্য এটা ভাইরাল করেছে।
নাচের আসরে ফিল্মি কায়দায় টাকা ওড়াচ্ছেন বীরভূমের তৃণমূল নেতা ,ভাইরাল ভিডিও ।
More News – মুর্শিদাবাদ ফুড ফ্যাস্টিভ্যালে সৃষ্টিরূপেনর ফ্যাশন শো
প্রান্তিক চ্যাটার্জী – বহরমপুর-মুর্শিদাবাদ:পুর যুদ্ধের দামামা বাজচ্ছে চারিদিকে তারই মধ্যে বহরমপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত চলছে ফুড ফ্যাস্টিভ্যাল, গত কাল অর্থাৎ 27শে ফেব্রুয়ারি মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যাল এ সৃজন টিমের সৃষ্টি রূপেণ বিভাগের ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। যার থিম ছিল সনাতন ভারতীয় পোশাক। Ramp walk choreography করেন অনির্বাণ সরকার। জুয়েলারী স্পন্সর টুম্পা বুটিক ও জুয়েলারী সেন্টার, স্টোল স্পন্সর আলোড়ন, মেকাপ এ Piku’s make over। Continue Reading
More News – নবদ্বীপে বিজেপি প্রার্থীদের প্রচারে, বিজেপির রাজ্য সহ-সভাপতি মাহফুজা খাতুন
কমল দত্ত – নবদ্বীপ- নদীয়া: নবদ্বীপ পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী অপর্ণা নন্দির সমর্থনে ভোট প্রচারে আসলেন বিজেপি নেত্রী তথা রাজ্য সহ-সভাপতি মাফুজা খাতুন। মঙ্গলবার দুপুরে প্রার্থী অপর্ণা নন্দি সহ বিজেপি কর্মী সমর্থকদের সাথে নিয়ে ওয়ার্ডের অন্তর্গত হরিতলা তেঘরিপাড়া বাজার সহ প্রতিটি এলাকায় স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে বাড়ি বাড়ি পৌঁছে নির্বাচনী প্রচার করেন মাফুজা খাতুন। পাশাপাশি এলাকার মানুষ জন Continue Reading
More News – ছাত্রনেতা আনিস খুনের সিবিআই তদন্তের দাবি ,বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
পুর নির্বাচনের প্রচার উপলক্ষে সোমবার নদীয়ার রানাঘাটের এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রানাঘাটে বিজেপি প্রার্থীদের সমর্থনে এদিন রানাঘাট মিলন মন্দির মাঠে জনসভা করেন রাজ্যের বিরোধী দলনেতা। বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়, বঙ্কিম ঘোষ ও অসীম বিশ্বাসের উপস্থিতিতে এদিন রাজ্যের শাসক দলকে বিভিন্ন দিক দিয়ে তুলোধোনা করেন শুভেন্দু অধিকারী। নদীয়ার চাকদহে পুলিশ তাঁকে বাধা Continue Reading