নিজস্ব সংবাদদাতা, রামপুরহাট-বীরভূম :
নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ডাম্পরে ধাক্কা মারে যাত্রী বোঝাই বাস। ঘটনাটি ঘটেছে রানীগঞ্জ মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের তেজহাটি মোড়ে। ঘটনা স্থলে মৃত্যু হয় এক মা ও তার সদ্যজাত শিশুর। ঘটনায় গুরুতর আহত হয়েছেন অনেকে। তাদের কে চিকিৎসার জন্য রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বেসরকারি বাসটি রামপুরহাট থেকে জাজিগ্রাম দিকে যাচ্ছিল। মঙ্গলবার দুপুর দুটো নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বাসের এক যাত্রী জানান, স্ত্রী ও সদ্যোজাত মেয়েকে নিয়ে ডাক্তার দেখিয়ে বাসে করে বাড়ি ফিরছিলাম। হঠাৎ করে বাসটা দাড়িয়ে থাকা ডাম্পারের পেছন থেকে ধাক্কা মারে। দুর্ঘটনায় মা ও মেয়ের দুজনের মৃত্যু হয়েছে।