সৌগত মন্ডল
মাড়গ্রাম-বীরভূম:
গতবছর বীরভূমের মাড়গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয় স্থানীয় পঞ্চায়েত প্রধানের ভাই লাল্টু সেখ ও তার বন্ধু নিউটন সেখের। নিহত দুই তৃণমূল কর্মীর বর্ষপূর্তি উপলক্ষে বীরভূমের মাড়গ্রামের ধুলফালা মোড় থেকে হাতিবাধা মোড় পর্যন্ত মুখে কালো কাপড় বেঁধে একটি মৌন মিছিল করে শহীদ দিবস পালন করেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন মৌন মিছিল শেষে শহীদ বেদীতে পুষ্পনিবেদন করে নিহত লাল্টু সেখ ও নিউটন সেখেকে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন হাঁসন বিধানসভার বিধায়ক ডাঃ অশোক চট্টোপাধ্যায়, বীরভূম জেলার আইএনটিটিইউসির সভাপতি ত্রিদিব ভট্টাচার্য, বীরভূম জেলার মহিলা তৃনমূল কংগ্রেসের সভানেত্রী সাহারা মন্ডল সহ অন্যান্য তৃনমূল নেতৃত্ব।