দেবাশীষ পাল ,মালদা: – ট্রেন থেকে নামিয়ে নৃশংস খুনের ঘটনায় ১৩ জনকে দোষী সাব্যস্ত করল আদালত । বিচার চলাকালীন এক আসামির মৃত্যু হয় । বাকি দোষীদের যাবজ্জীবন কারাদণ্ড ও ফাইনের নির্দেশ দেন বিচারক ।
২০০৮ সালের ১৯ মার্চ হরিশ্চন্দ্রপুরের কাওয়ামারির বাসিন্দা মোজাম্মেল হক মালদা টাউন স্টেশন থেকে হরিশ্চন্দ্রপুরে যাচ্ছিলেন । ভালুকা রোড স্টেশনে ট্রেনের কামরা থেকে মোজ্জামেল সাহেবকে নামিয়ে মারতে মারতে স্টেশনের বাইরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একটি ভুটভুটিতে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কোপিয়ে এক কিলোমিটার দূরে দেহ ফেলে দেওয়া হয় । পরদিন ৩০ জনের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেন তাঁর স্ত্রী । এই ঘটনায় ১৩ জনকে দোষী সাব্যস্ত করল আদালত । বিচার চলাকালীন মৃত্যু হয় এক আসামির। বাকীদের যাবজ্জীবন কারাদন্ড ও আর্থিক জরিমারার নির্দেশ দিয়েছেন বিচারক।
নৃশংস খুনের ঘটনায় ১৩ জনকে দোষী সাব্যস্ত করল আদালত
MORE NEWS -অকাল বর্ষণের ফলে চিন্তার হাত মাথায় মৃৎশিল্পী ও কৃষকরা
সরস্বতী পুজোর আগে অকাল বর্ষণের জেরে ক্ষতির মুখে পড়লেন প্রতিমা বিক্রেতা থেকে সাধারণ মানুষ ও চাষিরা । রাতভর একটানা বৃষ্টির জেরে মালদা শহরের সহ বিভিন্ন এলাকায় জমলো জল । তার সাথে কনকনে ঠান্ডা আর বৃষ্টির ফলে সবথেকে বেশি সমস্যায় পড়েছেন সরস্বতী প্রতিমা বিক্রেতারা । পলিথিনের গেড়োয় ঢাকা থাকা সরস্বতী প্রতিমার অধিকাংশই বৃষ্টির জলে গলে গিয়েছে জানিয়েছেন বিক্রেতাদের অনেকেই । যারফলে লোকসানের মুখে পড়ে কেউ কেউ কান্নায় ভেঙে পড়েছেন । অন্যদিকে সরষে থেকে শুরু করে বিভিন্ন ধরনের সবজি ও ধান চাষে ব্যাপক ক্ষতি হয়েছে ।CONTINUE READING
MORE NEWS – কনের সাজে মা সরস্বতী
বীরভূমের শেষ সীমান্তে, মুর্শিদাবাদ লাগোয়া কোটাসুর গ্রাম। দীর্ঘ বছর ধরে কোটাসুর এর সোনালী সংঘ ক্লাব, সরস্বতী পূজায় জেলাবাসীকে বিভিন্ন ধরনের চমক দিয়েছেন। এবছরের তাদের চিন্তাভাবনা কনের সাজে মা সরস্বতী। সকাল থেকে শুরু হয় সাড়ম্বরে বাগদেবীর আরাধনা ।শুধু বীরভূম জেলাবাসী নয় পার্শ্ববর্তী ঝারখন্ড, মুর্শিদাবাদ জেলা থেকেও প্রচুর দর্শনার্থী ভিড় জমে এই পুজো প্রাঙ্গণে ।চলতি বছরের থিম ভাবনার কারন- দীর্ঘ লকডাউন এর ফলে বাঙালি বিবাহ মূলক যে সমস্ত সাবেক অনুষ্ঠান গুলি আছে তা ভুলতে বসেছে ।CONTINUE READING