নিজস্ব সংবাদদাতা
গনপুর-বীরভূম
গতকাল মহম্মদবাজারের গনপুর জঙ্গলে ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ফলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, ঘটনাস্থলেই মারা যান ওসির গাড়ির চালক এবং ওসিকে মারাত্মকভাবে আহত অবস্থায় সিউড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার ভোররাতে মোহাম্মদ বাজার থানা গনপুর জঙ্গলে । ১৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল পুলিশের গাড়িটি ঠিক ,সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পার ধাক্কা মারে পুলিশের গাড়িতে , গাড়িটি পাল্টি খেয়ে চুরমার হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশের গাড়িচালক প্রাণ হারান ও গুরুতরো আহত অবস্থায় মুরারই থানার মোহাম্মদ সাকিব ওসিকে উদ্ধার করে ,সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। ডাম্পারের চালক পলাতক পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মহম্মদ বাজার থানার পুলিশ ।