নিজস্ব সংবাদদাতা,
রামপুরহাট-বীরভুম:-
আবারও পথ দুর্ঘটনায় বলি হল আরো একজন। ঘটনাটি ঘটেছে রামপুরহাট থানার রামপুরহাট তারাপীঠ রোডের গোপালপুর মোড় সংলগ্ন এলাকায়। পরিবার সূত্রে জানা যায় তারাপীঠ থেকে রাত্রি বারোটা নাগাদ বাড়ি ফিরছিলেন রামপুরহাটের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনিকেত ভকত। পরিবার সূত্রে এও জানা যায় তখন তিনি নিজের বউয়ের সঙ্গে মোবাইলে কথা বলছিলেন। ঘটনা ঘটার পর অনিকেত ভকতের বউ তার কাকার ছেলেকে ফোন করে বলেন যে অনিকেতের কোথাও পথ দূর্ঘনা হয়েছে। আপনি একটু গিয়ে দেখুন। এরপরেই অনিকেত ভগতের কাকার ছেলে অনিকেত ভকতকে খুঁজতে বেরোয়। তিনি কিছুদুর যাওয়ার পর ঠিক গোপালপুর মোড় সংলগ্ন একটা টার্নিং এ অনেকেতের মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান, এর পরেই তিনি রামপুরহাট থানায় খবর দিলে ঘটনাস্থলে রামপুরহাট থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। পথ দুর্ঘটনার খবর পেয়ে রামপুরহাট ৮ নম্বর এলাকায় এবং ভকত পরিবারে শোকের ছায়া নেমে আসে। তবে এ বিষয়ে অনিকেত ভকতের কাকার ছেলে মনিষ ভকত আমাদের বলেন।