নিজস্ব প্রতিবেদন ,রানাঘাট-নদিয়া : শান্তা ক্লজ সাজিয়ে রাস্তায় পথ চলতি সাধারণ মানুষকে বিশেষ সচেতনতা বার্তা ট্রাফিক পুলিশের। আজ শান্তিপুর ৩৪ নম্বর জাতীয় সড়কের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মোড় গুলিতে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করে ট্রাফিক পুলিশের শীর্ষকর্তারা। যদিও বিভিন্ন যানবাহন চালকদেরকে রাস্তায় দাঁড় করিয়ে সচেতনতার বার্তার মধ্যে দিয়ে একটি করে গোলাপ ফুল তুলে দেয় শান্তা ক্লজ। যদিও আর কয়েকদিন পরেই বড়দিন খুশির মেজাজে উৎসব পালন করবে গোটা বাঙালি। অন্যদিকে বিভিন্ন কারণে একের পর এক ঘটছে পথ দুর্ঘটনা, তাই পথ দুর্ঘটনা থেকে সাধারণ মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ ট্রাফিক পুলিশ।
- Advertisment -
পথ দুর্ঘটনা রুখতে রানাঘাট পুলিশ জেলার অভিনব উদ্যোগ
RELATED ARTICLES