করোনা পরিস্থিতিতে সবাই যখন ঘরে আবদ্ধ তখন পুলিশ আইন শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি বিপন্ন মানুষের সুখ দুঃখের ভাগীদার হয়ে ওঠে এবং এক অনন্য নজীর সৃষ্টি করেন । খাদ্য সামগ্রী বিতরণ , বাড়িতে ঔষধ পৌঁছে দেওয়া, গর্ভবতী ও প্রসূতী মায়েদের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাবার জন্য মাতৃস্নেহ , পুলিশ বন্ধু ইত্যাদি সামাজিক কাজকর্ম পুলিশ ও মানুষের কাছে মানবিক নিদর্শন হয়ে ওঠে। এসমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের কাজের কুর্নিশ জানাতে গতবছর প্রথম ১ লা সেপ্টেম্বর দিনটিকে পুলিশ দিবস হিসেবে ঘোষণা করেন ।
তাই এবছর ও উক্ত দিনটি সারা রাজ্যে পুলিশ দিবস হিসেবে যথাযথ ভাবে পালন করা হয় । অনুরূপ ভাবে বীরভূম জেলা পুলিশের উদ্দ্যোগে জেলার প্রতি থানা এলাকায় দিনটি পালন করেন। অনুরূপ লোকপুর থানার ব্যবস্থাপনায় পুলিশ দিবসের সুসজ্জিত ট্যাবলো সহযোগে পুলিশ , সিভিককর্মী নিয়ে স্থানীয় লোকপুর বাজার এলাকা পরিক্রমা করেন । উপস্থিত ছিলেন লোকপুর থানার এসআই রতন চন্দ্র সেন , এস আই অনিমেষ মন্ডল, এ এস আই জীবন সরেন সহ অন্যান্য পুলিশ ও সিভিককর্মী বৃন্দ।
পুলিশ দিবস পালন লোকপুর থানার পক্ষ থেকে
MORE NEWS – ইংরেজিতে দুটি বই লিখে বিরল প্রতিভা প্রকাশ করলেন বীরভূমের এক যুবক
বীরভূম জেলার নলহাটি থানার লোহাপুর গ্রামের ২০ বছরের এক যুবক বর্তমানে বি.এস.সি প্রথম বর্ষের ছাত্র । ইতিমধ্যেই সেই ছাত্রটি নিজের সাথে সাথে বীরভূমের নাম উজ্জ্বল করতে চলেছে । ছোট থেকে তার নেশা ছিল ইংরেজি নিয়ে কথা বলা থেকে শুরু করে কিছু লেখালেখি করা । বর্তমানে সেটা অনেকটাই সাফল্যের পথে।সেলিম পন্ডিত নামে সেই যুবক বেশ কিছু কবিতা লিখেন ইংরেজিতে । সেগুলি অনেক জায়গায় প্রকাশিত হয় ।এবং তার সাথে সাথে তার মনের আবেগ বাড়তে থাকে। কিন্তু বর্তমানে পড়াশোনার খরচ এর সাথে সাথে লেখালেখি করলেও প্রকাশ করার মতো আর্থিক সমর্থন ছিল না তার ।CONTINUE READING
কালো কলাই দিয়ে মা কালি তৈরি করে, তাক লাগিয়ে দিলেন আব্বাস আলী
রাজস্ব আদায়ে দ্বিগুণ, বিক্ষোভ ট্রাক মালিকদের
পৌরসভার ভোটের প্রার্থী তালিকা ফেক, জানালেন আশীষ ব্যানার্জি
হিউম্যান রাইটস ও স্বেচ্ছাসেবী সংস্থার তৎপরতায় অসুস্থ দম্পতিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।