সৌগত মন্ডল
মাড়গ্রাম -বীরভূম।
৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মাড়গ্রাম সোনালী স্পোর্টিং ক্লাব এর পরিচালনায় একটি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মাড়গ্রাম হাই মাদ্রাসা প্রাঙ্গনে। এদিন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাঁসন বিধানসভার বিধায়ক ডাঃ অশোক চট্টপাধায়, রামপুরহাট ২নং ব্লকের বিডিও অর্ঘ্য দত্ত, বীরভূম জেলা মহিলা তৃনমূল কংগ্রেস সভাপতি সাহারা মন্ডল ও বীরভূম জেলা পরিষদের সদস্য নিতাই মাল সহ অন্যান্য বৃন্দ। সাঁইথিয়া স্পোটিং ক্লাব বনাম ছোটন একাদশ এই দুটি টিমের খেলা হয় । ছোটন একাদশকে তিন শূন্য গোলে পরাজিত করেন সাঁইথিয়া স্পোটিং ক্লাব । ফুটবল টুর্নামেন্টটিকে কেন্দ্র করে মাঠে যথেষ্টই দর্শকদের ভিড় চোখে পড়ার মতোই ছিল।