নিজস্ব সংবাদদাতা
সিউড়ি বীরভূম :-
লোকসভা ভোটের আগে শাসক দলে ভাঙ্গন অর্থাৎ, তৃণমূল ছেড়ে এর বিজেপিতে যোগদান করেন শুভাংশু রায় চৌধুরী। এক সময় বীরভূম জেলার বিজেপির সাধারণ সম্পাদক ছিলেন শুভ্রাংশু চৌধুরী । বিধানসভা ভোটের পর তিনি শাসকদের চাপে তৃণমূল জয়েণ্ট করতে বাধ্য হন ,এই কথা বলেন শুভ্রাংশু চৌধুরী। আজ তিনি পুনরায় বিজেপি তে ফিরে আসেন। জেলা কার্যালয়ে পুরুলিয়ার প্রাক্তন বিজেপি জেলা সভাপতি তথা বীরভূমের বিভাগ কনভেনার বিদ্যাসাগর চক্রবর্তী ও বীরভূম জেলার সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার হাত ধরে। এদিন সাংবাদিকদের মুখোমুখি ধ্রুবসাহা জানান, লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের বহু পঞ্চায়েত সমিতির সদস্য , জেলা পরিষদের সদস্য থেকে অনেক এমএলএ আমাদের সঙ্গে যোগাযোগ করছেন যোগদান করার জন্য।