নিজস্ব সংবাদদাতা, বোলপুর -বীরভূম:
নাবালিকাকে গণধর্ষণ করে নেটমাধ্যমে ভিডিয়ো ভাইরাল করার অভিযোগ বোলপুরে।স্থানীয় সূত্রে জানা যায়, বোলপুর শহরে ওই নাবালিকা’র বাড়ি। চার দিন আগে ওই নাবালিকাকে এক বন্ধুর সঙ্গে দেখে চার স্থানীয় যুবক। তারা ফাঁকা জাগায়ায় মেয়েটিকে ভয় দেখিয়ে যৌন নির্যাতন করে তারা। এমনকি তার দৃশ্য বন্দি করে রাখা হয় ফোনের ক্যামেরায়। পরে সেই ভিডিয়ো নেটমাধ্যমে পোস্ট করা হয় বলে পরিবারে অভিযোগ।এক মাসের মধ্যে চতুর্থ ধর্ষণের ঘটনার অভিযোগ বীরভূম জেলায়।ওই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরপরই পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। গতকাল রাতে অভিযুক্ত চার জনকে জিজ্ঞাসাবাদের পর আটক করেছে পুলিশ। আজ সকালে আরও ১ জনকে আটক করে বোলপুর থানার পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে এলাকায়। বীরভূমের দুটি বোলপুরে, একটি খয়রাশোল এবার আবারও বোলপুরে গণধর্ষণের অভিযোগ উঠল। আজ গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা সদস্যরা বোলপুর থানায় স্মারকলিপি জমা দেয় ও নির্যাতিতার বাড়িতে দেখা করেন।