সৌগত মন্ডল
নানুর-বীরভূম
শুক্রবার বিকালে গোপন সূত্রে খবর পেয়ে বীরভূমের নানুর থানার পুলিশ অভিযান চালিয়ে নানুরের কাকুনিয়া মোড় থেকে আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে সন্দেহজনকভাবে কালাম খান ও নেপাল সেখ নামে দুজনকে নানুর এলাকায় ঘোরাফেরা করতে দেখে পুলিশ। এরপর তাদেরকে ধরে পুলিশ জিজ্ঞাসা করতেই তাঁদের কাছ থেকে দুটি ওয়ান সাটার, ২ রাউন্ড কার্তুজ, সহ প্রচুর পরিমাণে বোমের মশলা উদ্ধার করে পুলিশ। ধৃতরা এই আগ্নেয়াস্ত্র-গুলি, বোমের মশলা কি উদ্দেশ্য নিয়ে কোথায় নিয়ে যাচ্ছিল তার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।পৌরসভার নির্বাচনের আগে কোথাও কোনো সন্ত্রাস করার উদ্দেশ্যে এই আগ্নেয়াস্ত্র-গুলি নিয়ে যাওয়া হচ্ছিল কি না সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।