দেবাশীষ পাল ,মালদা : -দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ। আহত এক যুবক । বৃহস্পতিবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইংরেজবাজার থানার দুর্গা মোড় এলাকায় । জানা গেছে আহত যুবককে ভর্তি করা হয়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে । স্থানীয় সূত্রে জানা গেছে , আহত ওই যুবকের নাম শেখ সাফি আলম । বাড়ি ইংরেজবাজার থানার সোলপুর এলাকায় । জানা যায় মটরবাইকে করে এদিন সকালে বাড়ি ফিরছিলেন ওই যুবক । ঠিক সে সময় দুর্গাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি বাইক তাকে ধাক্কা মারে । ঘটনায় গুরুতর ভাবে চোট পায় সেখ সাফি আলাম। এরপর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ।
বাইকের মুখোমুখি সংঘর্ষ, আহত এক যুবক।
MORE NEWS -গানে গানে বাণী বন্দনা সৃজনের
আজ বিদ্যার আরাধনার দেবী মা সরস্বতী পুজো । সাধারণত আমরা দেখি ঠাকুরমশাই আসেন পুজো করেন কিন্তু সৃজন সব রীতি মেনেই পুজো করেছে , তারা গানে গানে বাগ দেবীর আরাধনা করেছেন, সৃজনের কর্ণধার অনির্বাণ সরকার জানিয়েছেন ।
বাণী বন্দনায় ‘সৃজন’ দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো । ‘সৃজন’-এর সরস্বতী পুজো মূলত সামবেদ রীতি অনুযায়ী হয় । সৃজনের সকল সদস্য – সদস্যাদের নিয়ে গান -নাচ – চিত্রকলা – আবৃত্তি প্রভৃতি সমাবেশে ভরপুর আয়োজন ।CONTINUE READING
MORE NEWS – বে-আইনি আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেফতার
গোপন সূত্রে অভিযান চালিয়ে বে আইনি আগ্নেয়াস্ত্র সহ এক দুস্কৃতীকে গ্রেফতার করলো মোথা বাড়ি থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপ গান এবং এক রাউন্ড কার্তুজ। গতকাল রাতে ষ্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকেই ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম হাসানুজ্জামান। তার বাড়ি কমলপুর বাবলা এলাকায়। এদিন রাতে মোথা বাড়ি এলাকার একটি সরকারি লাইসেন্সী মদের দোকানের আশে পাশে সন্দেহ জনক ভাবে ঘোরা ফেরা করছিল ওই যুবক। এর পর রাতে নজর দারি চালানোর সময় আগ্নেয়াস্ত্র সহ ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। CONTINUE READING
রাজস্ব আদায়ে দ্বিগুণ, বিক্ষোভ ট্রাক মালিকদের
দুয়ারে ব্যাঙ্কিং পরিষেবা উদ্বোধন করলেন বীরভূমের জেলা শাসক।।
রাস্তার বেহাল দশা, হুশ নেই প্রশাসনের
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান, শতাধিক কর্মী ।