নিজস্ব প্রতিবেদন , রামপুরহাট-বীরভূম:
সামনেই তিন স্তর পঞ্চায়েত ভোট। রাজ্যে প্রত্যেকদিন, প্রতিনিয়ত যেভাবে বোমা ও অবৈধ আগ্নেয়াস্ত্র, কার্তুজ উদ্ধার হচ্ছে ,যথেষ্ট চিন্তিত ও আতঙ্কিত রাজ্যবাসী। বীরভূম জেলায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে যেভাবে অবৈধ আগ্নেয়স্ত ,বোমা উদ্ধার করছে বীরভূম জেলা পুলিশ, তা সত্যিই অতুলনীয়।
ঠিক এদিনও বোমা উদ্ধার করে বীরভূমের রামপুরহাট থানার নারায়ণপুর গ্রামের হাটতলা সংলগ্ন একটি পুকুরপাড়ের ঝোপ থেকে, ২ ড্রাম তাজা বোমা উদ্ধার করলো রামপুরহাট থানার পুলিশ।সকালবেলা স্থানীয়রা ড্রাম গুলিকে ঝোপের মধ্যে দেখতে পায়, তারপর তারা রামপুরহাট থানার পুলিশকে খবর দেয়।রামপুরহাট থানার পুলিশ ড্রাম গুলিকে ঘিরে রেখে সিআইডির বোম স্কোয়ার্ড কে খবর দেয় বোমা গুলি নিষ্ক্রিয় করার জন্য।কোথা থেকে বা কারা ড্রাম ভর্তি বোমা গুলি রাখলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কিত পরিবেশ সৃষ্টি হয়েছে।