সৌগত মন্ডল
রামপুরহাট -বীরভূম:-
মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশ কর্মীর। ঘটনাটি ঘটেছে রাণীগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে গুরুকুল কলেজের সামনে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি রামপুরহাট থেকে নলহাটির দিকে যাচ্ছিল ও অপরদিক থেকে আসছিল বাইকটি। বাসটি ওভারটেক করতে গিয়ে ধাক্কা মারে বাইকটিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক আরোহীর। জানা যায় ওই বাইক আরোহীর নাম বিশ্বজিৎ ভট্টাচার্য তিনি মুরারই থানার কনস্টেবল ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ ও রামপুরহাট দমকল বাহিনী। ওই পুলিশ কর্মীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বীরভূমের রামপুরহাট থেকে ক্যামেরায় সায়ন ভান্ডারির সঙ্গে সৌগত মন্ডল এর রিপোর্ট বীরভূমের কণ্ঠ।