সৌগত মন্ডল
রামপুরহাট -বীরভূম:-
সামনে লোকসভা ভোট আর লোকসভা ভোটে বীরভূমের দুটি সিটিই পেতে মরিয়া গেরুয়া শিবির। গ্রামের মানুষের মনের কথা জানতে ও অভাব- অভিযোগ জানতে এদিন মুরারই বিধানসভার অন্তর্গত গোড়সা পঞ্চায়েতের গোসা গ্রামের ৩২ ও ৩৩ নম্বর বুথে ‘গ্রাম চলো অভিযান’ কর্মসূচিতে রান বিজেপি বীরভূম জেলার সভাপতি ধ্রুব সাহা ও সম্পাদক হেমন্ত ঘোষ সহ একাধিক নেতৃত্ব। অন্যদিকে
সাঁইথিয়া বিধানসভার বনগ্রাম গ্রাম ও তিলপাড়া তেও বীরভূম জেলা বিজেপির সম্পাদক কৃষ্ণকান্ত সাহা গ্রাম চলো অভিযান কর্মসূচি পালন করে মানুষের বাড়ি গিয়ে। মূলত কেন্দ্র সরকারের যে সকল স্কিম গুলি রয়েছে সর্বসাধারণের জন্য ,সেগুলি বেশি করে মানুষকে বোঝাচ্ছেন ও দিল্লির মসনদে নরেন্দ্র মোদিকে বসানোর জন্য ভোট দেওয়ার অনুরোধ করছেন বিজেপি কর্মীরা।