সৌগত মন্ডল – রামপুরহাট-বীরভূম – পৌরসভার ভোট হাতেগোনা আর কয়েকটা দিন বাকি, পুরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আশ্রিত সমাজবিরোধীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে ও প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে মনোনয়ন প্রত্যাহারের প্রতিবাদে এবং সুষ্ঠ ও অবাধ নির্বাচনের দাবিতে রামপুরহাট এস ডি ও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করে ও ডেপুটেশন জমা দেন রামপুরহাট শহর বিজেপির পক্ষ থেকে। এদিন ডেপুটেশনে ছিলেন, উপস্থিত রাজ্য বিজেপির সহ-সভাপতি শ্যামাপদ মন্ডল, বিজেপি বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা, রাজ্য কিষাণ মোর্চার সহ-সভাপতি অরুপ চৌধুরী, জেলা বিজেপি সাধারণ সম্পাদক মাননীয় শান্তনু মন্ডল, রামপুরহাট নগর মন্ডলের সভাপতি মাননীয় নীলকন্ঠ বিশ্বাস সহ রাজ্য ও জেলা নেতৃত্ব। বিজেপির
বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন জমা , রামপুরহাট মহকুমা শাসকের কাছে।
More News – ফের মন্দিরে চুরি , হুশ নেই প্রশাসনের, নদিয়ার রানাঘাট পুরসভার ১৬ নং ওয়ার্ডের
কমল দত্ত, নদীয়া : সাত সকালে মন্দির চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো, নদিয়ার রানাঘাট পুরসভার ১৬ নং ওয়ার্ডের মহাপ্রভু পাড়া গৌরগদাধর মন্দির থেকে। স্থানীয় বাসিন্দারা সকালে ঘুম থেকে উঠে মন্দিরে এসে দেখেন মন্দিরের তালা ভেঙে সবই প্রায় চুরি করে নিয়ে গেছে চোরের দল। বেশ কিছুদিন Continue Reading
গেরুয়া ছেড়ে, তৃণমূলে যোগদান দিলেন বাবুল সুপ্রিয় , ইংরেজিতে দুটি বই লিখে বিরল প্রতিভা প্রকাশ করলেন বীরভূমের এক যুবক , দমকল কর্মীদের তৎপরতায় , সুস্থ হলেন ১ মানসিক ভারসাম্যহীন ব্যক্তি।
কয়েকশো নকল সোনা ও আগ্নেয়াস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করল বীরভূম জেলা পুলিশ
আজ ৩থেকে ৮ সেপ্টেম্বর অব্দি সর্বসাধারণের জন্য তারাপীঠ মন্দির বন্ধ থাকিবে
মুখে মাক্স ও মাথায় হেলমেট পড়িয়ে সচেতনতা বার্তা দিলেন, মহকুমা পুলিশ আধিকারিক
পৌরসভার ভোটের প্রার্থী তালিকা ফেক, জানালেন আশীষ ব্যানার্জি
More News – বামফ্রন্টের পক্ষ থেকে ডেপুটেশন জমা মহকুমা শাসকের কাছে।
সৌগত মন্ডল, রামপুরহাট -বীরভূম : চলতি মাসের ২৭ এ ফেব্রুয়ারি বীরভূমের পৌরসভা ভোটের দিনক্ষণ ঠিক হয়। ইতিমধ্যে দেখা গেছে বীরভূম জেলার বেশকিছু পৌরসভার ভোটের প্রার্থীদের দল পরিবর্তন এবং মনোনয়ন তুলে নিতে দেখা গেছে। আজ সবুজ, কাল গেরুয়া ,আজ লাল কালকে সবুজ, দল বদল এর রাজনীতি দেখা যাচ্ছে বীরভূমে। বামফ্রন্টের পক্ষ থেকে একটা অভিযোগ, তাদের প্রার্থীদেরকে খুনের হুমকি, টাকার প্রলোভন দেখানো হচ্ছে এবং মনোনয়ন দেওয়ার জন্য জোর করছেন।