Friday, December 13, 2024
Homeখবরবিজেপির ফ্ল্যাগ-ব্যানার ছিঁড়ে ফেলায়, বিক্ষোভ কর্মী-সমর্থকদের

- Advertisment -

বিজেপির ফ্ল্যাগ-ব্যানার ছিঁড়ে ফেলায়, বিক্ষোভ কর্মী-সমর্থকদের

কমল দত্ত, নদীয়া: রাতের অন্ধকারে বিজেপির ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। শান্তিপুর 2 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর সমর্থনে বিজেপির পক্ষ থেকে গোটা ওয়ার্ডে লাগানো হয়েছিল বিজেপির ব্যানার ফেস্টুন দলীয় ফ্ল্যাগ। 2 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী তিথি দাস সরকারের অভিযোগ গভীর রাতে দুষ্কৃতীরা তাদের দলীয় ব্যানার-ফেস্টুন ফ্ল্যাট ছিড়ে দেয়। গতকাল রাতের এই ঘটনায় রবিবার সকালে ক্ষোভে ফেটে পড়ে ওয়ার্ডের বিজেপি কর্মী সমর্থকরা। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির শীর্ষ নেতৃত্বকে জানাবে বলে জানান বিজেপি প্রার্থী তিথি দাস সরকার। তবে এই ঘটনার সাথে কে বা কারা জড়িত তা নিয়ে কোনো রাজনৈতিক দলের উপরে দোষ চাপায়নি বিজেপি প্রার্থী তিথি দাস সরকার।

বিজেপির ফ্ল্যাগ-ব্যানার ছিঁড়ে ফেলায়, বিক্ষোভ কর্মী-সমর্থকদের

হু ইজ সুকান্ত মজুমদার? সুকান্ত মজুমদার কে সিবিআই তদন্ত করার? , বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন জমা ,রামপুরহাট মহকুমা শাসকের কাছে। 

বাংলার সংগীত সমাজের আরো এক নক্ষত্রের পত্তন ,প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়

নিরাপত্তার দাবীতে এবার আন্দোলনে কল্যাণী কলেজ অফ মেডিসিন এন্ড জেএনএম হাসপাতালের জুনিয়র ডাক্তাররা ।

হিউম্যান রাইটস ও স্বেচ্ছাসেবী সংস্থার তৎপরতায় অসুস্থ দম্পতিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

More News- ATM ভেঙে টাকা লুঠের চেষ্টা।

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: দিন দিন বীরভূম জেলায় সাইবার সংক্রান্ত বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে । চোর, ডাকাত ও দুষ্কৃতীদের তাণ্ডব বেড়েই চলেছে। সাঁইথিয়া থানার অন্তর্গত বাগডাঙা মোড়ের ঘটনা। এই ঘটনায় হরিশাড়া অঞ্চলের গনপুর গ্রামের প্রসেনজিৎ বাগদী নামের এক জনকে গ্রেফতার করে সাঁইথিয়া থানার পুলিশ Continue Reading

More News- সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা, দুর্ঘটনায় মৃত এক স্কুলছাত্রী

অরিজিৎ মাইতি- মহিষাদল- পূর্ব মেদিনীপুর: কোভিড কে দূরে সরিয়ে রেখে সচল হচ্ছিল জন জীবন। খুলে ছিল স্কুল কলেজ, এরই মাঝে শনিবার সকালে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনার শিকার এক স্কুল ছাত্রী, স্কুল যাওয়ার সময় পিষ্ট হয়ে যায় লরির চাকায়, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেপরোয়া গতিতে থাকা একটি লরি পিষে দেয় ওই স্কুল ছাত্রীকে, প্রায় 500 মিটার চাকার তলায় হিঁচড়ে নিয়ে যায় তাকে, ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ওই মৃত স্কুল ছাত্রীর নাম শায়ন্তনি বেরা, পূর্ব মেদিনীপুরের মহিষাদল নাটসাল ২ অঞ্চলের বাসিন্দা মহিষাদল গয়েশ্বরী গার্লস হাই স্কুলের ক্লাস সেভেনের ছাত্রী। ঘটনাস্থলে উত্তেজিত জনতা লরিটি আটক করে এবং বিক্ষোভ দেখানো শুরু করে Continue Reading

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments