সৌগত মন্ডল
রামপুরহাট -বীরভূম:-
সন্দেশখালিতে পলাতক তৃণমূল নেতা শাহজাহানের প্রতিকৃতির কোমরে দড়ি বেঁধে এবং হাতে ঝাঁটা নিয়ে থানার সামনে বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার। বিক্ষোভের সময় থানার সামনে টায়ার জ্বালানো হয়। ঘটনাটি বীরভূমের রামপুরহাটে। আজ রামপুরহাট থানার সামনে ঝাঁটা হাতে বিক্ষোভ দেখায় বীরভূম বিজেপির মহিলা মোর্চার কর্মী ও সমর্থকেরা। বিক্ষোভকারীদের দাবী সন্দেশখালি সহ রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলাদের উপর অকথ্য অত্যাচার করছে শাসক দলের নেতা ও কর্মীরা।মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবীতে ঝাঁটা হাতে বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার। পাশাপাশি সন্দেশখালির পলাতক তৃণমূল কংগ্রেসের নেতা শাহজাহানকে গ্রেফতার করতে পারছেননা মমতা সরকারের পুলিশ। তাই আমরা শাহজাহানের প্রতিকৃতির কোমরে দড়ি বেঁধে টানতে টানতে থানায় নিয়ে এসেছি। কারন পুলিশ বিনাদোষে মিথ্যে মামলায় খুঁজে খুঁজে বিজেপি কর্মীদের গ্রেফতার করতে পারছে আর তৃনমূলের শাহজাহানকে গ্রেফতার করতে পারছে না। এটা পুলিশের ব্যার্থতা।
এদিনের থানা ঘেরাও ও বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপির বীরভূম জেলা সম্পাদক শান্তনু মণ্ডল, বিজেপির মহিলা মোর্চার বীরভূম জেলা সভানেত্রীরা রশ্মি দে সহ বিজেপির মহিলা মোর্চার শতাধিক কর্মী ও সমর্থক। এদিন রামপুরহাট থানার আই সির কাছে একটি স্মারক লিপি জমা দেওয়া হয়।