নিজস্ব সংবাদদাতা ,মাড়গ্রাম-বীরভূম:-
ঘটনাটি ঘটেছে হাঁসন বিধানসভার মাড়গ্রাম থানার অন্তর্গত, বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের পাতনা গ্রামে। আজ আনুমানিক রাত ১ টা নাগাদ বিজেপি কর্মী তুফান কোনাই এর ২.৫ বিঘা ধানে ও খড়ের পালুই এ আগুন লাগিয়ে দেয় দুস্কৃতিরা। তবে কে বা কারা করেছে পুরোটাই অজানা। আজ সকালে ঘটনাস্থলে মাড়গ্রাম থানার পুলিশ আধিকারিক যায়, এবং পুরো ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দেন ওসি। বিজেপি কর্মী তুফান কোনাই জানান, ” আমি আগে তৃণমূল কংগ্রেস করতাম, বর্তমানে বিজেপি করি। ১ মাস আগে আমাদের বিধানসভার বিষ্ণুপুর কোমল দীঘির পাড়ে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সভা ছিল, সভাতে লোক নিয়ে যাওয়ার জন্য, আমার জমিতর বিভিন্ন ফসল নষ্ট করে দেয় দুস্কৃতিরা। আমি এর পুরো বিচার চাই, যে বা যারা এই কাজ করেছে, তাদের শাস্তি চাই”।।